ভারতে লঞ্চ হল Moto G13 4G স্মার্টফোন, 90Hz ডিসপ্লে এবং MediaTek Helio G85 SoC ছাড়াও এতে আছে আরও আকর্ষণীয় ফিচার

Highlights

  • Moto G13 4G এর প্রাথমিক দাম মাত্র 9,499 টাকা।
  • আগামী 5 এপ্রিল থেকে অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে এই ফোনটি সেল করা হবে।
  • এই ফোনটি Lavender Blue এবং Matte Charcoal কালারে পেশ করা হয়েছে।

স্মার্টফোন ব্র্যান্ড Motorola ভারতের টেক মার্কেটে তাদের নতুন 4G মোবাইল লঞ্চ করেছে। কোম্পানির পেশ করা এই ফোনটি Moto G13 4G নামে পেশ করা হয়েছে। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং MediaTek Helio G85 চিপসেটের মতো সুন্দর ফিচার রয়েছে। এটি একটি 4G সাপোর্টেড স্মার্টফোন হওয়ার কারণে ফোনটির দামও কম রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G13 4G এর দাম, স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কে। আরও পড়ুন: এবছর Jio এর পাশাপাশি Airtel, VI এবং BSNL ইউজাররাও ফ্রিতে দেখতে পাবেন IPL ম্যাচ, জেনে নিন ডিটেইল

Moto G13 4G এর দাম এবং সেল

Moto G13 4G ফোনটি 4GB+64GB এবং 4GB+128GB স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে 9,499 টাকা এবং 9,999 টাকা। আগামী 5 এপ্রিল থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে Lavender Blue এবং Matte Charcoal কালারে সেল করা হবে।

Moto G13 4G এর স্পেসিফিকেশন

  • 6.5-ইঞ্চির HD+ 90Hz ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও জি85
  • 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

Moto G13 4G ফোনটি 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP কোয়াড পিক্সেল ক্যামেরা সিস্টেম রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP একটি ম্যাক্রো লেন্স এবং একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: 150টিরও বেশি স্টাইলিশ এবং কুল ইনস্টাগ্রাম প্রোফাইল নেমের লিস্ট, বেঁচে নিন নিজের পছন্দের নাম

এই ফোনটি MediaTek Helio G85 চিপসেটের পাশাপাশি 4GB RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে কাজ করে। এই ফোনে নতুন নিয়ার স্টক Android 13 অপারেটিং সিস্টেম রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি Android 14 আপডেট এবং আগামী তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে IP52 রেটিং, একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি অ্যাটমস টিউনড দুটি স্টেরিও স্পিকার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here