Nokia সম্বন্ধে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে কোম্পানি জলদিই নিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি করছে। এই নতুন ফোনটিকে নোকিয়া C-সিরিজের মধ্যে Nokia C20 Plus নামে পেশ করবে। আবার অফিসিয়ালি কোম্পানি এই ডিভাইসের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। HMD Global ঘোষণা করে দিয়েছে যে C20 Plus স্মার্টফোনকে এই মাসের 11জুন লঞ্চ করা হবে। লঞ্চ ডেটের তথ্য জানার জন্য IT Home এ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এই পোস্টারে আপকামিং নোকিয়া ডিভাইসের ডিজাইন এক ঝলক দেখাও গেছে।
Nokia C20 Plus এর লঞ্চ
লঞ্চ পোস্টারে ডেট ছাড়া নোকিয়া সি20 প্লাসের রিয়ার লুকও সামনে এসেছে। পোস্টার অনুযায়ী ফোনে একটি বড়ো সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে। এছাড়া এতে ডুয়াল ক্যামেরা সেন্সরের সাথে বাইরের দিকে এলইডি ফ্ল্যাশ লাইট থাকবে। আপাতত ক্যামেরা সেন্সরের তথ্য সামনে আসেনি।
Nokia C20 Plus এর স্পেসিফিকেশন্স
HMD Global এর নতুন C- সিরিজের স্মার্টফোন Nokia C20 Plus কয়েকদিনের মধ্যেই গীকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গিয়েছিল। গীকবেঞ্চ লিস্টিং থেকে আগামী ডিভাইসের কিছু বিশেষ স্পেসিফিকেশন্স জানা গিয়েছিল। কোম্পানির এই ফোনটি অক্টাকোর ইউনিক প্রসেসরের সাথে আসবে যার কোডনেম সিরিয়াস। ডিভাইসে 3GB র্যাম থাকবে। এছাড়া এটি অ্যান্ড্রয়েড 11 আউট অফ দি বক্স কাজ করবে। গীকবেঞ্চ লিস্টিং থেকে ডিভাইসের সিঙ্গেল কোর আর মাল্টিকোর টেস্ট স্কোর জানা গেছে। এই দুটি টেস্টে 126 আর 476 স্কোর পেয়েছে।
এছাড়া Nokiabar এর গত কয়েকদিনের মধ্যে সামনে আসা একটি রিপোর্ট অনুযায়ী ডিভাইসের পিছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এলইডি ফ্ল্যাশ সার্কুলার ক্যামেরা মডিউলের বাইরে থাকবে। এতে 5,000 এমএএইচ এর ব্যাটারী থাকবে। HMD Global এই সিরিজের মধ্যে C30 নামের আরো একটি স্মার্টফোনও লঞ্চ করবে। ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেটআপ আর 6,000 এমএএইচ এর ব্যাটারী থাকবে। এতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে।
মনে করিয়ে দিই যে কোম্পানি নিজের সি-সিরিজের মধ্যে Nokia C10 আর Nokia C20 স্মার্টফোনকে কোম্পানি এভারেজ বাজেট স্পেসিফিকেশন্সের সাথে পেশ করেছিল। কিন্তু শোনা যাচ্ছে যে Nokia C20 Plus আর Nokia 30 স্মার্টফোন আপগ্রেড ডিজাইন আর স্পেসিফিকেশন্সের সাথে পেশ করা যেতে পারে। Nokia C20 Plus আর Nokia C30 স্মার্টফোন মাল্টিপল রিয়ার ক্যামেরা সেন্সরের সাথে পেশ করা হবে অথচ এর মধ্যে একটি বায়োমেট্রিক সেন্সরের সাথে পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন