সলিড বডির Nokia XR20 এর ইন্ডিয়া লঞ্চ Ready, 20 অক্টোবর থেকে শুরু হবে প্রি-বুকিং

Nokia XR20 ভারতে লঞ্চ হবে এটি নিশ্চিত হয়ে গেছে। বিগত দিনে নোকিয়া ইন্ডিয়া স্মার্টফোনে‌র একটি টিজার নিজের টুইটার হ‍্যান্ডেলে পোস্ট করেছিল এবং আজকে নিশ্চিত রূপে জানিয়ে দিয়েছে যে এটির প্রি-বুকিং 20 অক্টোবর থেকে শুরু হবে। এটি এই ব্র‍্যান্ডের প্রথম 5G-রেডি রাগ্ড স্মার্টফোন হবে যেটিকে ইন্ডিয়া‌র টেক মার্কেটে আনা হবে। ইন্ডিয়া‌র আগে এই ফোনটি অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ হয়ে গেছে। নোকিয়া এক্স‌আর 20 ঊকটি Rugged Phone যা Military Grade সার্টিফাইড। আবার Nokia XR20 ইন্ডিয়ান ফ‍্যানদের জন্য আরো।বিশেষ হতে চলেছে কারন এই মোবাইল‌টি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলা নোকিয়া‌র প্রথম 5জি ফোন।

Nokia XR20 5G এর ইন্ডিয়া লঞ্চ

Nokia XR20 5G কে কোম্পানির আধিকারিক ওয়েবসাইটে‌ও লাইভ করে দেওয়া হয়েছে। এখানে কোম্পানি এই ফোনটির টিজার ভিডি পোস্ট করে দিয়েছে কিন্তু আপাতত এর লঞ্চ ডেট সম্পর্কে কোম্পানি কিছুই বলেনি। কিন্তু আশা করা হচ্ছে যে HMD Global খুব শীঘ্রই নোকিয়া এক্স‌আর 20 5জি কে ইন্ডিয়াতে নিয়ে আসতে চলেছে।

Nokia XR20 5G এর স্পেসিফিকেশন্স

নোকিয়া এক্স‌আর 20 কে কোম্পানির পক্ষ থেকে 1080 × 2400 পিক্সেল রেজল্যুশনের 6.67 ইঞ্চির ফুল‌এইচডি+ পাঞ্চহোল ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেক্টেড এবং 550 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই মোবাইল ফোনটি অ্যান্ডয়েড 11 ওএসে লঞ্চ হয়েছে যার মধ্যে প্রসেসিঙের জন্য কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া আছে। কোম্পানি এই ফোনটি‌র সাথে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের মাসিক সিকিউরিটি আপডেট‌ও সাথে দিচ্ছে। নোকিয়া এই ফোনটিকে 6 জিবি র‍্যামে লঞ্চ করেছে যা 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য Nokia XR20 তে ডুয়াল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ‌ সহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যার সাথে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স‌ও দেওয়া হয়েছে। এইভাবেই সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই মোবাইল ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। এই নোকিয়া মোবাইল ফোনটিতে 3.5মিমি জ‍্যাক এবং অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,630 এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট দেওয়া হয়েছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং এবং 15 ওয়াট ওয়ারলেস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here