TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল OPPO A3, প্রকাশ্যে এল ব্যাটারি এবং ডিসপ্লে ডিটেইলস

OPPO কিছু সপ্তাহ আগে টেক মার্কেটে OPPO A3 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি কোম্পানির হোম মার্কেট চীনে পেশ করাছিল। এবার কোম্পানি OPPO A3 ফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি পক্ষ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত এই ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু OPPO হ্যান্ডসেটটি PJT110 মডেল নাম্বার সহ TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

OPPO A3 এর TENNA সার্টিফিকেশন ডিটেইলস

TENNA সার্টিফিকেশন অনুযায়ী আপকামিং OPPO ফোনে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-inch AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই হ্যান্ডসেটে 5,375mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি এই ফোনে 5,500mAh battery দেওয়া হতে পারে।

আপকামিং OPPO ফোনে MediaTek Dimensity 7020 SoC এবং 2.2GHz পীক ফ্রিকোয়েন্সি সহ অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনের ওজন 191 গ্রাম এবং সাইজ 162.9×75.6×8.1mm হবে। তথ্য অনুযায়ী ফোনটি 8GB এবং 12GB মেমরি ভেরিয়েন্টে পেশ করা হবে। একইসঙ্গে ইউজারা 128GB, 256GB এবং 512GB স্টোরেজ কনফিগ্রাশনের মধ্যে নিজেদের পছন্দ মতো অপশন নিতে পারবে।

OPPO A3 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে 50MP প্রাইমারি শুটার এবং 2MP সেন্সর রয়েছে। সেলফির জন্য ফ্রন্টে 16MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই OPPO স্মার্টফোনে মাইক্রোএসডি কার্ড স্লট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে। এই ফোনের কানেক্টিভিটির জন্য 5G, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সাপোর্ট থাকতে পারে।

জানিয়ে রাখি OPPO A3 ফোনটি আগে লঞ্চ হওয়া OPPO A3 Pro ফোনের সস্তা ভার্সন হিসেবে লঞ্চ হতে পারে। মনে করিয়েদি OPPO A3 Pro ফোনে 950nits পীক ব্রাইটনেস সহ 120Hz কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর এবং 12GB পর্যন্ত RAM রয়েছে। এই ফোনে 5,000mAh ব্যাটারি সহ 67W ফাস্ট চার্জিং সাপোর্ট, 64MP প্রাইমারি রেয়ার ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং IP69রেটিং দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here