8GB RAM এবং 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে OPPO A5 5G স্মার্টফোন, লিক হল দাম ও স্পেসিফিকেশন

সম্প্রতি ওপ্পো তাদের নতুন OPPO A5i এবং OPPO A5i Pro ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এই 4জি ফোনদুটিতে Snapdragon 6s Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের নতুন OPPO A5 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং OPPO A5 5G ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

OPPO A5 5G এর প্রাইস (লিক)

জানিয়ে রাখি OPPO A5 5G ফোনটি ভারতে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী ফোনটির ভ্যানিলা মডেল 6GB RAM + 128GB স্টোরেজ সহ 15,499 টাকা দামে পেশ করা হবে। অন্যদিকে ফোনের টপ মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ থাকবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে OPPO A5 5G ফোনের অফিসিয়াল ঘোষণার পরেই, এই বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

OPPO A5 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.67″ HD+ Display
  • MediaTek Dimensity 6300
  • 8GB RAM + 256GB Storage
  • 6,000mAh Battery
  • 50MP Rear Camera
  • 8MP Front Camera

ডিসপ্লে: লিক অনুযায়ী OPPO A5 5G ফোনটিতে 6.67 ইঞ্চির বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিন পাঞ্চ-হোল স্টাইল সহ 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এই ফোনের স্ক্রিন প্যানেল ও রিফ্রেশ রেট বা নিটস ব্রাইটনেস সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রসেসর: OPPO A5 5G ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করতে পারে। এই প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

স্টোরেজ: রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটি ভারতে 6GB RAM ও 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে। এতে 128GB এবং 256GB স্টোরেজ সাপোর্ট করতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO A5 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A5 5G ফোনে বড় ব্যাটারি থাকবে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 6,000mAh দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।

OPPO A5x 5G এর দাম ও স্পেসিফিকেশন

  • 6.67″ HD+ 120Hz LCD Display
  • MediaTek Dimensity 6300
  • 32MP Rear Camera
  • 5MP Front Camera
  • 6,000mAh Battery
  • 45W SuperVOOC

দাম: OPPO A5x 5G ফোনটি ভারতে 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ফোনের দাম 1 হাজার টাকা কম করে দেওয়া হয়েছে। বর্তমানে OPPO A5x 5G ফোনটি 12,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি Midnight Blue এবং Laser White কালার অপশনে পেশ করা হয়েছে।

ডিসপ্লে: OPPO A5x 5G ফোনটিতে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস ও 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর: ফোনটিতে Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 রয়েছে।

স্টোরেজ: ভারতীয় বাজারে OPPO A5x 5G ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে এক্সপেনশন ফিচার রয়েছে, এতে ফোনের ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB+4GB) পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে, এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO A5x 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এই 5P লেন্স 76° FOV এবং অটো ফোকাস সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A5x 5G ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী 5 বছর পর্যন্ত এই ফোনের ব্যাটারি হেল্থ 80% থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি 21 মিনিটে 30% পর্যন্ত এবং 84 মিনিটে 100% চার্জ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here