লঞ্চের আগেই গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড হল OPPO A5 এবং A5x স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিজাইন এবং স্পেসিফিকেশন

গুগল প্লে কনসোলের লিস্টিঙের পর, এবার OPPO এর গ্লোবাল ওয়েবসাইটে OPPO A5 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে OPPO A5 4G এবং OPPO A5x ফোনটিও রয়েছে। কোম্পানির অফিসিয়াল লিস্টিঙের মাধ্যমে ফোনের স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের সম্পূর্ণ ডিটেইলস জানা গেছে। এই লিস্টিঙে A5 5G ফোনটি IP65 রেটিং সহ দেখা গেছে। এছাড়া ফোনটিতে বড় 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A5, A5 5G এবং A5x ফোনগুলির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO A5, A5 5G এবং A5x এর স্পেসিফিকেশন

OPPO A5 4G এবং A5 5G

  • ডিসপ্লে: OPPO A5 4G ফোনটিতে 720 x 1,604 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট (5G মডেলে 120Hz), 180Hz টাচ স্যাম্পেলিং রেট, 83 শতাংশ DCI-P3 কালার গামুট, 1,000 নিটস HBM এবং কর্নিং গোরিলা গ্লাস 7i রেটিং সহ 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে স্ন্যাপড্রাগন 6এস 4G জেন 1 চিপসেট দেওয়া হয়েছে। এতে অ্যাড্রিনো GPU যোগ করা হয়েছে।
  • OPPO A5 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে, এতে মালী G57 GPU সাপোর্ট করে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 4G ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা এবং 5G ভার্সনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: ফোনটিতে 8GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.1 স্টোরেজ অপশন রয়েছে।
  • অন্যান্য ফিচার: ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 রেটিং, এবং মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি দেওয়া হয়েছে।
  • কালার অপশন: OPPO A5 ফোনের 4G ভার্সন Midnight Purple, Aurora Green এবং Mist White কালার অপশন থাকবে। অন্যদিকে 5G ভার্সন Mist White এবং Aurora Green কালার অপশনে লঞ্চ করা হবে।

OPPO A5x

  • ডিসপ্লে: OPPO A5x ফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, 1000 নিটস HBM ব্রাইটনেস এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনটিতে Qualcomm Snapdragon 6s 4G Gen 1 চিপসেট রয়েছে, এতে Adreno 610 GPU যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ফোনটিতে 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.1 স্টোরেজ অপশন রয়েছে।
  • ক্যামেরা: OPPO A5x ফোনটিতে 32MP প্রাইমারি সেন্সর এবং একটি IR সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য ফিচার: ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 রেটিং, এবং মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: ফোনটিতে 4G, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth, GPS, এবং USB Type-C পোর্টের মতো কানেক্টিভিটি ফিচার রয়েছে।
  • কালার অপশন: ফোনটিতে Midnight Blue এবং Laser White মতো কালার অপশনে পেশ করা হয়েছে।

OPPO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের নতুন A5 সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। একইসঙ্গে ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here