গ্লোবাল বাজারে লঞ্চ হল OPPO A5i এবং A5i Pro স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 8GB RAM

গ্লোবাল বাজারে ওপ্পো তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে OPPO A5i এবং OPPO A5i Pro স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই স্মার্টফোনদুটি লো বাজেট রেঞ্জে 4জি Snapdragon 6s Gen 1 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোন দুটিতে প্রায় একইরকম স্পেসিফিকেশন এবং ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A5i এবং A5i Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO A5i এবং A5i Pro এর স্পেসিফিকেশন

  • 6.67” HD+ 90Hz Display
  • 6GB RAM + 128GB Storage (এ5আই)
  • 8GB RAM + 128GB Storage (এ5আই প্রো)
  • Snapdragon 4G 6s Gen 1
  • 8MP Dual Camera (এ5আই)
  • 50MP Dual Camera (এ5আই প্রো)
  • 5MP Selfie Camera
  • 5,100mAh Battery (এ5আই)
  • 6,000mAh Battery (এ5আই প্রো)

ডিসপ্লে

OPPO A5i এবং A5i Pro উভয় স্মার্টফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই IPS LCD স্ক্রিনে 90হার্টস রিফ্রেশ রেট ও 1000নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনদুটিতে anti-glare কোটিং রয়েছে, এর ফলে তীব্র রোঁদেও স্ক্রিনে দেখতে অসুবিধা হবে না।

প্রসেসর

OPPO A5i এবং A5i Pro স্মার্টফোনদুটি অ্যান্ড্রয়েড এবং ColorOS 14.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য নতুন দুটি স্মার্টফোনে 11 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6এস 4জি জেন 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে Cortex-A73 এবং Cortex-A53 কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য উভয় স্মার্টফোনে Adreno 610 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ

RAM এবং স্টোরেজের দিক দিয়ে OPPO A5i এবং A5i Pro স্মার্টফোনদুটির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। OPPO A5i স্মার্টফোনে 4GB RAM এবং 6GB RAM সহ 64GB ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে A5i Pro স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। OPPO A5i স্মার্টফোনটিতে eMMC 5.1 ফিচার ও A5i Pro স্মার্টফোনে UFS 2.1 storage যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OPPO A5i স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে A5i Pro স্মার্টফোনটিতে এফ/1.85 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও ক্যামেরা জন্য উভয় স্মার্টফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A5i স্মার্টফোনে শক্তিশালী 5,100এমএইচ ব্যাটারি এবং OPPO A5i Pro স্মার্টফোনটিতে 6,000এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OPPO A5i এবং A5i Pro স্মার্টফোনগুলির ফিচার

  • এই স্মার্টফোনদুটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফফিকেশন দেওয়া হয়েছে।
  • প্যানেলের সুরক্ষার জন্য স্মার্টফোনের ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্ষেত্রে Panda এবং Southern Glass দেওয়া হয়েছে।
  • OPPO A5i স্মার্টফোনে IP54 রেটিং এবং A5i Pro স্মার্টফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে।
  • স্মার্টফোনদুটিতে wet touch টেকনোলজি দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যাবে।
  • সিকিউরিটির জন্য স্মার্টফোনদুটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সের এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটির জন্য স্মার্টফোনদুটিতে Wi-Fi 5 এবং Bluetooth সহ NFC ও IR blaster রয়েছে।
  • OPPO A5i স্মার্টফোনের থিকনেস 7.68mm এবং A5i Pro স্মার্টফোনের থিকনেস মাত্র 7.99mm রয়েছে।

OPPO A5i এবং A5i Pro স্মার্টফোনদুটির দাম

A5i Pro স্মার্টফোনটি ফিলিপিন্স PHP 9,000 সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 14,000 টাকার কাছাকাছি। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে OPPO A5i স্মার্টফোনের দাম সম্পর্কে জানানো হয়নি। কোম্পানির ওয়েবসাইটে OPPO A5i স্মার্টফোনটি Starry Purple এবং Nebula Red মতো কালার অপশনে, অন্যদিকে প্রো মডেলটি Midnight Purple মতো কালার অপশনে লিস্টেড রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনদুটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here