গত সপ্তাহে খবর পাওয়া গিয়েছিল শীঘ্রই OPPO তাদের ‘এ’ সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটির নাম OPPO A5x রাখা হবে বলে জানা গিয়েছে এবং ফোনটি লো বাজেট সেগমেন্টে পেশ করা হবে। এবার একটি নতুন লিকের মাধ্যমে এই সস্তা ফোনটির ফটো, স্পেসিফিকেশন এবং দাম ইন্টারনেটে লিক হয়ে গেছে। ইন্টারনেটে এই ফোনের মার্কেটিং পোস্টার শেয়ার করা হয়েছে, ফলে ফোনটির বিভিন্ন ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO A5x ফোনের দাম (লিক)
লিক অনুযায়ী OPPO A5x ফোনটির প্রাথমিক দাম 13,990 টকা (প্রায় 9,000 টাকা) রাখা হতে পারে। এটি এই ফোনের 4GB + 64GB ভেরিয়েন্টের দাম হবে। একইভাবে ফোনটির 4GB + 128GB মডেলের দাম 16,990 টকা (প্রায় 11,000 টাকা) হতে পারে। এই ফোনটি প্রথমে বাংলাদেশে পেশ করা হবে এবং এরপর ভারত সহ অন্যান্য মার্কেটে সেল করা হবে।
OPPO A5x ফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.67″ HD+ 90Hz Display
- 32MP Rear Camera
- 5MP Selfie Camera
- Snapdragon 6s Gen 1
- 6,000mAh Battery
- 45W SuperVOOC Charge
ডিসপ্লে
লিক অনুযায়ী OPPO A5x ফোনে 6.67-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটির ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাট ডিজাইন থাকতে পারে। এই ফোনটি Midnight Blue এবং Laser White কালার অপশনে সেল করা হবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO A5x ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 32MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 5MP সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরা সেটআপ বেসিক ফটোগ্রাফি এবং সাধারণ ভিডিও কলের জন্য যথাযথ কাজ করবে।
পারফরমেন্স
প্রসেসিঙের জন্য OPPO A5x ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 1 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এটি একটি 4G মোবাইল চিপ। এই ফোনে 4GB RAM এবং 64GB/128GB স্টোরেজ থাকতে পারে। এই ফোনটি Android OS বেসড ColorOS 15 এ কাজ করবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি
লিক রিপোর্ট থেকে জানা গেছে, OPPO A5x ফোনটিতে 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকতে পারে। একবার ফুল চার্জ করলে এই ব্যাটারি গোটা দিন ব্যাকআপ দিতে পারবে।
অন্যান্য ফিচার
OPPO A5x ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, মিলিটারি গ্রেড শক প্রোটেকশন, IR ব্লাস্টার এবং Ultra Volume Mode (300% পর্যন্ত সাউন্ড বুস্ট) এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হবে। এছাড়াও ফোনটিতে AI স্মার্ট ফটো এডিটর এবং Turbo Torch ফ্ল্যাশ লাইট থাকবে।