অনলাইন শপিং এর আগে এই কাজটি অবশ্যই করুন, তাহলে আর ভুল প্রোডাক্ট ডেলিভারি হবে না!

উৎসবের মরসুমের শুরুতেই দুটি জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এবং ফ্লিপকার্ট গ্রাহকদের আকৃষ্ট করতে বিশাল ডিসকাউন্ট দিয়ে অনলাইন সেলের আয়োজন করছে। তবে, প্রায়শই অনলাইন সেল এর সময় প্রায়শই এমন খবর আসে যেখানে ক্রেতারা অর্ডার করে একটি জিনিস কিন্তু ডেলিভারি পায় অন্য একটি জিনিস। এই অবস্থায় কোম্পানি ও গ্রাহকের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু, আপনি কি জানেন যে Amazon-Flipkart উভয় কোম্পানির তরফে Open Box Delivery এর অপশনটি দেওয়া হয়,যেটা সিলেক্ট করার পরে আপনি প্রিপেইড অর্ডারের সময় আর প্রতারণার শিকার হবেন না। এই পোস্টে আমি আপনাদের Open Box Delivery এর সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: 6,000mAh ব্যাটারি এবং 12GB RAM সহ লঞ্চ হল Vivo Y73t 5G স্মার্টফোন, 15 হাজার টাকার বাজেটেই পাওয়া যাবে দারুণ ফিচার

Open Box Delivery কি?

আপনি যদি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে ওপেন বক্স ডেলিভারি পরিষেবা ব্যবহার করেন, তাহলে ডেলিভারি বয় গ্রাহককে তার সামনে প্যাকেজটি দেখাবে। অর্থাৎ, আপনার সামনে বাক্সটি খোলা হবে, যার ফলে সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে যে আপনি যে প্রোডাক্ট গুলি অর্ডার করেছিলেন, সেটাই আপনার কাছে পৌঁছেছে কি না। এখনও পর্যন্ত এই পরিষেবাটি সমস্ত পিনকোডের জন্য উপলব্ধ নয়৷ এই সুবিধা শুধুমাত্র কিছু নির্বাচিত পিনকোডে উপলব্ধ। আপনি অর্ডার করার সময় ওপেন বক্স ডেলিভারি অপশনটি নির্বাচন করে এটি পরীক্ষা করতে পারবেন।

অর্ডারের সময় নির্বাচন

যদি আপনার পিনকোডে ওপেন বক্স ডেলিভারি পরিষেবা পাওয়া যায় তবে অর্ডারের সময় আপনাকে এই অপশনটি দেখানো হবে। আপনি এখান থেকে এই অপশনটি নির্বাচন করতে পারবেন। প্রোডাক্ট ডেলিভারির সময় ডেলিভারি বয় আপনার সামনে বক্স খুলবে। আরও পড়ুন: এই সপ্তাহান্তে OTT-তে এন্টারটেইনমেন্টের ডবল ডোজ নিয়ে আসছে এইসব সিনেমা এবং সিরিজগুলি, দেখে নিন তালিকা

কিভাবে কাজ করে Open Box Delivery?

আপনি যদি ক্যাশ অন ডেলিভারি অপশনটি বেছে নেন, তাহলে প্রথমে আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে ডেলিভারি বয় বক্সটি খুলবে এবং প্যাকেজটি দেখাবে। যদি আপনার অর্ডার করা প্রোডাক্টে কোন ড্যামেজ থাকে বা ভুল প্রোডাক্ট ডেলিভারিত করা হয়, তাহলে সেই সময় রিটার্ন এবং রিফান্ড এর সুবিধা পাবেন। আপনি যদি আগে থেকে পেমেন্ট করে থাকেন, তাহলে সেলারের রিটার্ন পলিসি অনুযায়ী রিফান্ড পাওয়া যাবে।

Open Box Delivery এর জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে?

Flipkart এবং Amazon-এ ওপেন বক্স ডেলিভারির পরিষেবা সম্পূর্ণ ফ্রি তেই পাওয়া যাচ্ছে। এর জন্য আলাদা কোনো চার্জ নেই। তাই আপনি যদি কখনও দামি জিনিসপত্র অর্ডার করেন, তাহলে অবশ্যই এই অপশনটি নির্বাচন করতে ভুলবেন না। আরও পড়ুন: ভারতে আসছে 4GB RAM সহ সস্তা Moto E22s স্মার্টফোন, এই দিন শুরু হবে সেল, জেনে নিন দাম

এই প্রোডাক্টগুলিতে পাবেন Open Box Delivery এর অপশন

Open Box Delivery এর অপশন সাধারণত স্মার্টফোন এবং বড় ইলেকট্রনিক্স যেমন টেলিভিশন এবং ওয়াশিং মেশিন ইত্যাদি প্রোডাক্ট ক্রয়ের সময়ই সিলেক্ট করা যাবে।

নোট: আপনি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে এই Open Box Delivery সংক্রান্ত আরও তথ্য পেয়ে যাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here