9 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল POCO C75 স্মার্টফোন, রয়েছে 5160mAh Battery এবং 6.88-ইঞ্চির ডিসপ্লে

Xiaomi এর সাব ব্র্যান্ড পোকো সম্পর্কে বিগত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে ব্র্যান্ড একটি সস্তা ফোন নিয়ে কাজ করছে এবং এই ফোনটি POCO C75 নামে লঞ্চ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি প্রকাশ্যে এনে ফোনটি সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটি আগামীকাল অর্থাৎ 25 অক্টোবর অফিসিয়ালি পেশ করা হবে এবং কোম্পানি এই লো বাজেট ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়ে দিয়েছে।

POCO C75 ফোনের দাম

সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে পোকো জানিয়ে দিয়েছে POCO C75 ফোনের প্রাথমিক দাম হবে 109 ডলার। এটি ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম হবে এবং ভারতীয় দাম অনুযায়ী এই দাম 9,100 টাকার কাছাকাছি। একইভাবে POCO C75 ফোনের 8GB RAM + 256GB storage মডেলের দাম $129 অর্থাৎ প্রায় 10,800 টাকা রাখা হবে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি black, gold এবং green কালার অপশনে সেল করা হবে।

জানিয়ে রাখি কোম্পানির জানানো এই দাম ফোনটির লঞ্চ অফার সহ দাম হতে পারে। পরবর্তী সময়ে POCO C75 ফোনের দাম বাড়ানো হতে পারে। আগামীকাল অর্থাৎ 25 অক্টোবর এই বিশ্বয়ে সঠিক জানা যাবে।

POCO C75 ফোনের স্পেসিফিকেশন

  • 6.88″ HD+ 120Hz Screen
  • MediaTek Helio G85
  • 8GB RAM + 256GB Memory
  • 50MP Dual Camera
  • 18W 5160mAh Battery

ডিসপ্লে: আমাদের পাওয়া তথ্য অনুযায়ী POCO C75 ফোনে HD+ রেজোলিউশন সহ 6.88-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করবে।

প্রসেসর: POCO C75 ফোনটি Android 14 এবং MiUI সহ পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর থাকবে।

স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। ফোনটির বেস মডেলে 6GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হবে এবং টপ মডেলে 8GB RAM + 256GB মেমরি থাকবে। তবে ফোনটির Virtual RAM সম্পর্কে কিছু জানা যায়নি।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO C75 ফোনে সার্কুলার শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 0.08MP সেকেন্ডারি সেন্সর যোগ করা হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO C75 ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here