পোকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর সহ POCO F6 5G ফোনগুলি ভারতের বাজারে যথেষ্ট জনপ্রিয় একটি ফোন। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি ইউজারদের থেকে বেশ ভালোই রেসপন্স পেয়েছে। তাই এবার কোম্পানি এই ফোনে দারুণ ডিসকাউন্ট দিয়েছে। অর্থাৎ ফোনটি এখন লঞ্চ প্রাইসের চেয়েও কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
POCO F6 5G ফোনের দাম এবং অফার ডিটেইলস
- ফ্লিপকার্টে POCO F6 5G ফোনের দামে 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
- লেটেস্ট অফারে এই ফোনের 8GB+256GB বেস মডেল 27,999 টাকা, 12GB+256GB মিড মডেল 29,999 টাকা এবং 12GB+512GB টপ মডেল 31,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- এই তিনটি মডেল যথাক্রমে 29,999 টাকা, 31,999 টাকা এবং 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- ডিসকাউন্ট ছাড়াও ক্রেতারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন।
- POCO F6 5G ফোনটি ব্ল্যাক এবং টাইটেনিয়াম কালারে সেল করা হয়।
ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন
POCO F6 5G ফোনটি কি কেনা উচিৎ?
আগেই বলা হয়েছে POCO F6 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর রয়েছে। তাই যারা পারফরমেন্সের জন্য ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে একটি সুন্দর অপশন। এই ফোনটি গত মে মাসে লঞ্চ করা হয়েছে, ফলে এতে লেটেস্ট সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। ফোনটিতে 1.5K এমোলেড ডিসপ্লে, 50MP (OIS) রেয়ার ক্যামেরা, 5,000mAh ব্যাটারি এবং 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
POCO F6 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: POCO F6 স্মার্টফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1.5Kপিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 2,400 নিটস পীক লোকল ব্রাইটনেস, ডলবি ভিশন, HDR10+, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 2,160Hz PWM ডিমিং সহ গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
- প্রসেসর: এই স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর রয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 735 জিপিইউ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: POCO F6 5জি স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 4K 60fps ভিডিও রেকর্ডিং সহ 50MP প্রাইমারি এবং 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO F6 স্মার্টফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: POCO F6 স্মার্টফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল সিম 5G, 4জি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং দুর্দান্ত কানেক্টিভিটির জন্য 15 5G ব্যান্ড সাপোর্ট দেওয়া হয়েছে।
- অপারেটিং সিস্টেম: POCO F6 5জি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 3 সফটওয়্যার এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।