POCO M6 সিরিজের POCO M6 Pro 4G ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চের জন্য প্রস্তত। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই ফোনটি পোকো এক্স6 সিরিজের সঙ্গে 11 জানুয়ারি লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এর আগে POCO M6 Pro 5G ফোন পেশ করা হয়েছে। এবার এই ফোনের সস্তা মডেল 4G ভেরিয়েন্ট লঞ্চ হতে চলেছে। এই পোস্টে ফোনটির নতুন টিজার এবং এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
POCO M6 Pro 4G এর গ্লোবাল লঞ্চ ডেট
- কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং অফিসিয়াল ওয়েবসাইটে POCO M6 Pro 4G ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে।
- নিচে দেওয়া পোস্টে দেখা যাচ্ছে আগামী 11 জানুয়ারি স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 8:00টার সময় এই ফোন লঞ্চ করা হবে।
- জানিয়ে রাখি এর আগে ইউএইর আমাজন ওয়েবসাইটে দাম এবং স্টোরেজ সহ এই ফোন দেখা গিয়েছিল।
- লিস্টিঙে এই ফোনটি AED 899 অর্থাৎ প্রায় 20,000 টাকা দামে লিস্টেড করা হয়েছে। বাজারে লঞ্চের সময় এই ফোনটি আরও কিছুটা কম দামে সেল করা হবে বলে আশা করা হচ্ছে।
- এছাড়া এই ফোনটি পার্পল, ব্ল্যাক এবং ব্লু কালারে পেশ করা হবে।
A new SPEED-CIES is roaring in, ready to set your pulse racing!
Catch up on January 11, 20:00 GMT+8 for the global online launch event to discover more.#POCOX6Series #POCOX6Pro #POCOX6 #POCOM6Pro pic.twitter.com/kfBKJ2BN0o— POCO (@POCOGlobal) January 2, 2024
POCO M6 Pro 4G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: লিক হওয়া আমাজন লিস্টিং অনুযায়ী POCO M6 Pro 4G ফোনে 6.67-ইঞ্চির ফুল HD+ pOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশরেট এবং হাই ব্রাইটনেস থাকতে পারে।
- প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট যোগ করা হতে পারে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 12GB RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে virtual RAM ও মাইক্রোএসডি কার্ড স্লট থাকতে পারে।
- ক্যামেরা: POCO M6 Pro 4G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) এবং AI সাপোর্টেড 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ক্যামেরা থাকতে পারে।
- ব্যাটারি: POCO M6 Pro 4G ফোনে 67W ওয়্যারর্ড চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং MIUI সহ পেশ করা হতে পারে।