Realme তাদের নতুন Realme 15 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি কোম্পানির নাম্বার সিরিজের বড় আপগ্রেড হতে চলেছে। আমরা আগেই এই সিরিজের Realme 15 Pro মডেলের গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করেছিলাম। আপকামিং ফোনটি RMX5101 মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছিল। এবার XpertPick অফলাইন রিটেইল সোর্সের মাধ্যমে Realme 15 Lite ফোনের এক্সক্লুসিভ তথ্যও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 15 Lite ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Realme 15 Lite এর সম্ভাব্য ভেরিয়েন্ট ও কালার অপশন
- লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ভারতের বাজারে Realme 15 Lite ফোনটি RMX5000 মডেল নাম্বার সহ পেশ করা হতে পারে।
- এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ ও বড় 12GB RAM + 256GB স্টোরেজ অপশন থাকতে পারে।
- ফোনটি অসাধারণ তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এতে Dark Purple, Speed Green ও Victory Gold কালার অপশন রয়েছে।
- এখন পর্যন্ত এইসব তথ্যগুলি ছাড়া Realme 15 Lite ফোনের অন্যান্য স্পেসিফিকেশন, প্রসেসর, ডিসপ্লে ও ক্যামেরা ডিটেইলস জানা যায়নি।
Realme 15 Series এর সম্ভাব্য ডিটেইলস
আগের Realme 14 সিরিজে Realme 14x 5G, Realme 14 5G, Realme 14 T 5G, Realme 14 Pro Lite, Realme 14 Pro 5G ও Realme 14 Pro+ 5G ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। একইভাবে এবার Realme 15 সিরিজের অধীনে বিভিন্ন মডেলে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি Realme 14 সিরিজে ‘Pro Lite’ ভার্সন ছিল, তবে ‘Lite’ মডেল পেশ করা হয়নি। তাই Realme 15 Lite ফোনটিতে বিশেষ কিছু থাকবে বলে মনে করা হচ্ছে।
Realme 15 Pro এর সম্ভাব্য ডিটেইলস
আমাদের রিপোর্ট অনুযায়ী ভারতে আপকামিং Realme 15 Pro ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB ও 12GB+512GB স্টোরেজ অপশন রয়েছে। এই ফোনটি Velvet Green, Silk Purple ও Flowing Silver মতো কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জুলাই মাসের শেষের দিকে ফোনটি লঞ্চ করা হতে পারে।