Realme GT 7 সিরিজের অধীনে কোম্পানি GT 7 এবং Realme GT 7T স্মার্টফোন লঞ্চ করা হবে। আগামী 27 মে এই সিরিজ পেশ করা হবে। শপিং সাইট আমাজনের মাধ্যমে এই নতুন Realme স্মার্টফোনগুলি সেল করা হবে। এই সাইটের মাধ্যমে ফোনগুলির ডিজাইন এবং কালার অপশনও জানা গেছে। এবার এই সিরিজ লঞ্চের আগে Realme GT 7 Dream Edition টিজ করা হয়েছে। নিছে এই বিশ্বয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Realme GT 7 Dream Edition ফোনের ডিটেইলস
- Realme জানিয়ে দিয়েছে আগামী 27 মে দুপুর 1:30টার সময় সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গেই Realme GT 7 Dream Edition ফোনটিও লঞ্চ করা হবে।
- টিজার ইমেজ থেকে বেশি কিছু জানা যায়নি, তবে ইমেজে কভারের নিচে একটি F1 রেসিং কার দেখানো হয়েছে।
- আমরা মনে করছি এই স্পেশাল এডিশনে এই জাতীয় আইকন/থীম, অসাধারণ ডিজাইন এবং অন্য ধরনের বক্স দেওয়া হবে।
- জানিয়ে রাখি Realme GT 7 ফোনটি IceSense Blue এবং IceSense Black কালার অপশনে পেশ করা হবে বলে জানানো হয়েছে।
- Realme GT 7 Dream Edition ফোনে ভ্যানিলা মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।
Realme GT 7 সম্পর্কে জানা গেছে…
- Realme GT 7 ফোনে MediaTek Dimensity 9400e প্রসেসর থাকবে বলে জানা গেছে। মনে করিয়ে দিই কোম্পানির Realme GT 6 ফোনে Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হয়েছিল।
- কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চিপের AnTuTu স্কোর 2.45 মিলিয়নের চেয়েও বেশি।
- এই ফোনটি বিশ্বের প্রথম “Graphene Cover IceSense Design” সহ স্মার্টফোন হতে চলেছে, এর ফলে ডিভাইসের তাপমাত্রা 6 ডিগ্রী পর্যন্ত কম হবে।
- Realme GT 7 ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 15 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। এই ফোনটি 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে।
- এই ফোনে “Long-Life Battery Chip” যোগ করা হবে, এটি 95% পর্যন্ত ওভার হীটিং কমায় এবং ব্যাটারি লাইফ 3 গুণ পর্যন্ত বেড়ে যায়।
- এই ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম স্মার্টফোন হবে, যেটি স্টেবল 120fps ফ্রেম রেটে BGMI গেম রান করতে পারবে। এর সঙ্গে এই ফোনে GT Boost মোড পাওয়া যাবে, জার ফলে কম পাওয়ারেও হাই ফ্রেম রেট উপভোগ করা যাবে।
- এই ফোনে 6,000nits ব্রাইটনেস সাপোর্ট করবে।
- Realme GT 7 ফোনটি Amazon এবং Realme এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে।
এখনও পর্যন্ত এই ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি, তবে গত বছর লঞ্চ করা Realme GT 6 ফোনটি 40,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। আমরা আশা করছি শীঘ্রই এই আপকামিং ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে।