রিয়েলমি ভারতে লেটেস্ট Realme GT Neo 2 স্মার্টফোন লঞ্চ করলো। Realme ভারতে নিজের লেটেস্ট স্মার্টফোনের সাথেই AloT প্রোডাক্ট যেমন ― Realme 4K Smart Google TV Stick, Realme Brick, Bluetooth Speaker সহ তিনটি নতুন স্মার্টফোন গেমিং অ্যাক্সেসারিজ লঞ্চ করেছে। এর সাথেই Realme Buds Air 2 এর নতুন কলার ভেরিয়েন্টও পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে রিয়েলমির লেটেস্ট প্রোডাক্ট গুলির স্পেসিফিকেশন্স, ফিচার এবং দাম সম্পর্কে ডিটেইলে জানাবো।
Realme 4K Smart Google TV Stick
Realme ভারতে নিজের প্রথম স্ট্রিমিং ডিভাইস Google TV লঞ্চ করেছে। এটি একটি 4K স্মার্ট স্টিক যা 60fps এবং HDR10+ ভিডিও স্ট্রিম সাপোর্ট করে। Realme 4K Smart Google TV Stick এর সাহায্যে নন-স্মার্ট টিভিকে স্মার্ট টিভিতে আপগ্রেড করা যাবে। Realme 4K Smart Google TV Stick কে টিভির HDMI 2.1 পোর্টের সাহায্যে কানেক্ট করা যাবে। এই স্টিকে Google Play Store এবং Play services এর সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই এতে Google Assistant এবং বিল্ট ইন ক্রোমকাস্টের অ্যাক্সেস দেওয়া আছে।
Realme 4K Smart Google TV Stick এ 2GB এর RAM এর সাথেই 8GB এর স্টোরেজ দেওয়া আছে। এতে কোয়াড কোর ARM Cortex-A35 CPU, এবং ডুয়াল কোর GPU এর সাপোর্ট দেওয়া হয়েছে। এর সাথেই এতে Bluetooth 5, Wi-Fi, এবং ইন-বিল্ট মাইক্রোফোন রিমোর্টের সাথে পেশ করা হয়েছে। Realme 4K Smart Google TV Stick টিকে ভারতে 3,999 টাকা দামে পেশ করা হয়েছে। লঞ্চ অফারের জন্যে Flipkart এবং Realme.con থেকে এটিকে 2,999 টাকায় পেশ করা হতে পারে।
Realme Brick Bluetooth Speaker
রিয়েলমির লেটেস্ট অডিও প্রোডাক্ট Realme Brick ব্লুটুথ স্পীকারে 20W ডায়নামিক বেস বুস্ট ড্রাইভার দেওয়া হয়েছে। যদি আপনি দুটি স্পীকার কেনেন তাহলে আপনি এর সাহায্যে 360-ডিগ্রী স্টিরিও সাউন্ড এফেক্ট পেশ করতে পারবেন। ব্যাটারী লাইফের কথা বললে এতে 5,200mAh এর ব্যাটারী দেওয়া হয়েছে। এটি সিঙ্গেল চার্জে 14 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ অফার করবে। Realme Brick স্পীকারছ চার্জিঙের জন্য USB Type-C পোর্ট দেওয়া আছে। Realme Brick Bluetooth Speaker টিকে 2,999 টাকা দামে পেশ করা হয়েছে।
Realme Buds Air 2 Closer নতুন কলার
Realme Buds Air 2 Closer কে কোম্পানি নতুন গ্রীন কালারে পেশ করেছে। স্পেসিফিকেশন্স এবং ফিচারের ক্ষেত্রে কোম্পানি কোনো আপগ্রেড করেনি এতে। Realme Buds Air 2 কে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশান (ANC) এবং 25 ঘন্টা পর্যন্ত ব্যাটারী ব্যাকআপের সাথে পেশ করা হয়েছে। এই ইয়ারবাডসটিকে 10mm এর Hi-Fi বেস বুস্ট ড্রাইভার এবং Realme RE চিপসেটের সাথে পেশ করা হয়েছে। Realme Buds Air 2 কে 3,299 টাকা দামে Flipkart এবং Realme.com থেকে কেনা যাবে।
Realme এর গেমিং অ্যাক্সেসারিজ
রিয়েলমি ইন্ডিয়ান মার্কেটে তিনটি নতুন গেমিং অ্যাক্সেসারিজ পেশ করেছে। তিনটি গেমিং অ্যাক্সেসারিজে ― Realme cooling back clip Neo, Type-C SuperDart গেম কেবল এবং মোবাইল গেম ট্রিগার আছে। গেমিং কেবলটি 7.6mm ন্যারো এল্বো ডিজাইনের সাথে আসে যা নাইলন ডিজাইনের। এই গেমিং কেবলটিকে 65W ফাস্ট চার্জিঙের সাথে পেশ করা হয়েছে। গেমিং ট্রিগারের কথা বললে এটি জিংক অ্যালয় ম্যাটেরিয়ালের তৈরি যা লেটেন্সি ফ্রি গেমিং এক্সপেরিয়েন্স অফার করে। এর সাথেই রিয়েলমির কুলিং ক্লিপ র্যাপিড কুলিং অফার করে যা সাইলেন্ট অপারেশন এবং কালারফুল ল্যাম্প এফেক্টের সাথে আসে। কুলিং ক্লিপের কথা বললে এটির দাম 999 টাকা। এর সাথেই Type-C SuperDart গেমিং কেবলটির দাম 599 টাকা। আবার মোবাইল গেমিং ট্রিগারটির দাম 699 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন