এয়ার জেস্চার এবং রেইন ওয়াটার টাচ ফিচার সহ লঞ্চ হল Realme Narzo 70 Pro 5G, জেনে নিন দাম

রিয়েলমি তাদের নারজো সিরিজের পরিধি বাড়িয়ে নতুন ফোন লঞ্চ করেছে। এই সিরিজে নতুন মোবাইল হিসেবে ভারতের মার্কেটে Realme Narzo 70 Pro 5G লঞ্চ করা হয়েছে। এই ফোনে এয়ার জেস্চার এবং রেইন ওয়াটার টাচ ফিচারের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গেই এই ফোনে সোনী IMX890 অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ক্যামেরা, 256জিবি স্টোরেজ, 16GB র‍্যাম, মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেটের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। ন্নিচে এই ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Realme Narzo 70 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: রিয়েলমি তাদের Realme Narzo 70 Pro 5G ফোনে 6.67 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে যোগ করেছে। এতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 394PPI পিক্সেল ডেন্সিটি, 120Hz রিফ্রেশ রেট, 100% P3 কালার গামুট, 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই বাজেট স্মার্টফোনে বিশেষ স্ক্রিন এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসর: Realme Narzo 70 Pro 5G মোবাইলে কোম্পানি মিডিয়াটেক ডায়মেন্সিটি 7050 চিপসেট ব্যবহার করেছে।

স্টোরেজ: Realme Narzo 70 Pro 5G ফোনে ডেটা স্টোর করার জন্য 8GB পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গেই এই ফোনে 8GB ভার্চুয়াল র‍্যাম দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে 16GB পর্যন্ত র‍্যাম উপভোগ করা যাবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সহ 50 মেগাপিক্সেল সোনী আইএমএক্স890 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেল অ্যাল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP থার্ড সেন্সর ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ক্যামেরা রয়েছে।

অন্যান্য: Realme Narzo 70 Pro 5G ফোনে ডুয়াল সিম 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস ফিচারের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

অপারেটিং সিস্টেম: Realme Narzo 70 Pro 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং Realme UI 5.0 দেওয়া হয়েছে। এই ফোনে তিন বছরের সিকিউরিটি আপডেট এবং দুই বছরের OS আপডেট দেওয়া হবে বলে কোম্পানি।

Realme Narzo 70 Pro 5G ফোনের দাম এবং সেল

  • ভারতে রিয়েলমির তাদের নতুন Narzo 70 Pro 5G দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
  • ডিভাইসের 8GB র‍্যাম + 128GB ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং ফোনটির 8GB র‍্যাম + 256GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে।
  • লঞ্চ অফার হিসেবে ফোনটির বেস মডেলে 1,000 টাকা এবং টপ মডেলে 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে গ্রাহকরা 128GB মডেল 18,999 টাকা এবং 256GB মডেল 19,999 টাকার বিনিময়ে কিনতে পারবেন।
  • গ্রাহকদের আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাংক কার্ড পেমেন্তে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
  • এই স্মার্টফোন গ্লাস গ্রিন এবং গ্লাস গোল্ড কালার অপশনে সেল করা হবে।
  • আজ সন্ধ্যায় 6:00টা থেকে কোম্পানির ওয়েবসাইট এবং আমাজনে ফোনটির অ্যার্লি বার্ড সেল শুরু হবে। এছাড়াও Realme Narzo 70 Pro 5G ফোনটি কিনলে কোম্পানি 2,299 টাকা দামের Realme Buds T300 বিনামূল্যে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here