BSNL এর সুপারহিট প্ল্যান, মাত্র 199 টাকায় পাওয়া যাবে 30 দিন ভ্যালিডিটি এবং 6GB ডেটা

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL পোস্টপেইডের পাশাপাশি প্রিপেইড ইউজারদের জন্যও নতুন নতুন প্ল্যান পেশ করে চলেছে। কোম্পানির কাছে ইউজারদের জন্য 200 টাকার কম দামে একটি বিশেষ প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানটির দাম 199 টাকা। এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য বেশি কাজের যারা 200 টাকার চেয়ে বেশি খরচ করতে চান না। এছাড়া এই প্ল্যানটি ইউজাররা সেকেন্ডারি সিমের প্ল্যান হিসাবে রিচার্জ করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 199 টাকা দামের প্ল্যান সম্পর্কে।

BSNL-এর 199 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

দাম বেনিফিট ভ্যালিডিটি
199 টাকা 2GB ডেইলি ডেটা, ফ্রি কল, 100 ডেইলি SMS 30 দিন

 

  • BSNL-এর 199 টাকা দামের প্ল্যানে কম দামের বিনিময়ে এক মাসের বেনিফিট পাওয়া যাবে।
  • এই প্ল্যানটি রিচার্জ করে 30 দিনের জন্য প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানে মোট 60GB ডেটা পাওয়া যায়।
  • এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 ফ্রি এসএমএস উপভোগ করা যায়।
  • এই প্ল্যানের সঙ্গে অন্য কোনো বান্ডিল বেনিফিট পাওয়া যায় না। এটি কোম্পানির একটি প্ল্যান ভাউচার।

জিও এবং এয়ারটেলের কাছেও রয়েছে 199 টাকা দামের প্ল্যান

জিও এবং এয়ারটেলের কাছেও 199 টাকা দামে প্রিপেইড প্ল্যান রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিও এবং এয়ারটেলের 199 টাকা দামে প্রিপেইড প্ল্যান সম্পর্কে।

Jio এর 199 টাকা দামের প্রিপেইড প্ল্যান: কোম্পানির এই প্ল্যানে ডেইলি 1.5জিবি করে ডেটা পাওয়া যায় এবং প্ল্যানটির ভ্যালিডিটি 23 দিন। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে মোট 34.5জিবি 4জি ডেটা উপভগ করা যায়। এছাড়াও সমস্ত এঈ প্ল্যানের মাধ্যমে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল পাওয়া যায়।

এয়ারটেলের 199 টাকা দামের প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে মোট 3জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে ডেইলি 100 এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলে ইউজারদের 50 পয়সা/এমবি করে চার্জ করা হবে। এর সঙ্গে এই প্ল্যানটি রিচার্জ করলে Wynk Music এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here