রিয়েলমি ভারতীয় বাজারে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে ‘Narzo’ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে realme Narzo 80 Lite 5G স্মার্টফোনটি পেশ করা হয়েছে। মাত্র 10,499 টাকা দামের স্মার্টফোনটিতে শক্তিশালী 6000mAh battery, 32MP AI Camera ও MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Narzo 80 Lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
realme Narzo 80 Lite 5G এর দাম
- 4GB RAM + 128GB Storage – 10,499 টাকা
- 6GB RAM + 128GB Storage – 11,499 টাকা
ভারতের বাজারে realme Narzo 80 Lite 5G স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের 4GB RAM ভেরিয়েন্ট 10,499 টাকা এবং 6GB RAM মডেল 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। উভয় ভেরিয়েন্টে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। 23 জুন থেকে এই স্মার্টফোনটি Crystal Purple এবং Onyx Black কালার অপশনে সেল শুরু হবে।
লঞ্চ অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে Narzo 80 Lite স্মার্টফোনটিতে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, এর ফলে এই স্মার্টফোনটি আন্ডার 10,000 টাকার লিস্টে স্থান দখল করবে। এই ডিসকাউন্ট সহ স্মার্টফোনটি মাত্র 9,999 টাকা দামে পাওয়া যাবে। অন্যদিকে স্মার্টফোনের টপ ভেরিয়েন্ট 10,999 টাকা দামে সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে এই স্মার্টফোনটি সেল করা হবে।
realme Narzo 80 lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 6.67″ HD+ 120Hz Display
- MediaTek Dimensity 6300
- 6GB RAM + 128GB Storage
- 12GB Dynamic RAM
- 32MP Rear Camera
- 15W 6,000mAh Battery
ডিসপ্লে
realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 625 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর
realme Narzo 80 lite 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ওয়ানইউআই 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Mali G57 MC2 GPU রয়েছে।
স্টোরেজ
ভারতের বাজারে realme Narzo 80 lite 5G স্মার্টফোনটি 4GB RAM এবং 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 12GB ডায়নেমিক RAM ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 18GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য realme Narzo 80 lite 5G স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ এবং 76° এফওভি সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 46.6 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে।
realme Narzo 80 lite 5G এর ফিচার
- এই স্মার্টফোনটিতে 5W reverse চার্জিং ফিচার সাপোর্ট করে। এর ফলে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।
- রিয়েলমি স্মার্টফোনটিতে Armorshell মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স বডি রয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 2 মিটার উঁচু থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে।
- স্মার্টফোনটিতে Rainwater Smart Touch ফিচার রয়েছে, যার ফলে ভেজা হাতেও এটি ব্যাবহার করা যাবে।
- এই স্মার্টফোনটিতে 9 5G Bands দেওয়া হয়েছে, ফলে যেকোনো নেটওয়ার্কে দুর্দান্ত কাজ করবে।
- কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে 5GHz Wi-Fi ও Bluetooth 5.3 যোগ করা হয়েছে।
realme Narzo 80 lite 5G এর প্রতিদ্বন্দ্বী
স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
Infinix Note 50x 5G | 11,499 টাকা |
iQOO Z9x 5G | 11,999 টাকা |
Samsung Galaxy M15 Prime | 11,999 টাকা |
- Infinix Note 50x 5G: Dimensity 7300 Ultimate প্রসেসর, 45W ফাস্ট চার্জিং ফিচার, 5,500mAh ব্যাটারি
- iQOO Z9x 5G: 6,000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, 300% Audio Booster ফিচার
- Samsung Galaxy M15 Prime: FHD+ Super AMOLED ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, Dimensity 6100+ প্রসেসর