Dimensity 9400e চিপসেট সহ লঞ্চ হতে পারে Realme Neo 7 Turbo, জেনে নিন ডিটেইলস

Realme তাদের Neo 7 সিরিজের একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এই মাসেই Realme Neo 7 Turbo ফোনটি পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এটি এখনও পর্যন্ত ‘সবচেয়ে শক্তিশালী Neo’ ডিভাইস হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে কোম্পানির বক্তব্য অনুযায়ী ফ্ল্যাগশিপ লেবেলের পারফরমেন্স এবং নতুন ডিজাইন পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Neo 7 Turbo স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Realme Neo 7 Turbo এর লঞ্চ এবং চিপসেট ডিটেইলস:

রিপোর্ট অনুযায়ী Realme Neo 7 Turbo ফোনটিতে প্রথম MediaTek এর নতুন Dimensity 9400e প্রসেসর ব্যাবহার করা হবে। এই প্রসেসর 4nm ফেব্রিকেশনে তৈরি চারটি Cortex-X4 সুপার কোর এবং চারটি Cortex-A720 পারফরমেন্স কোর রয়েছে। এটি Dimensity 9300 Plus চিপসেটের আপগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। বেঞ্চমার্ক রিপোর্ট অনুযায়ী এই চিপসেতে Snapdragon 8s Gen 3 চিপসেটের থেকে ভালো GPU পারফরমেন্স পাওয়া যাবে। বিশেষ করে Aztec 1440p টেস্টে প্রায় 95fps স্কোর পেয়েছে।

Realme Neo 7 Turbo এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি:

ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি থাকবে বলে জানা গেছে। ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনটি সম্পূর্ণ নতুন ডিজাইনে পেশ করা হবে।

Realme Neo 7 Turbo এর সম্ভাব্য দাম এবং অন্যান্য ডিটেইলস

Realme Neo 7 Turbo ফোনটির দাম Neo 7 ফোনের থেকে কিছুটা বেশি হতে পারে। মনে করিয়ে দিই চীনে Neo 7 ফোনটি 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 25,000 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই Turbo ভার্সনের দাম প্রায় 2,500 ইউয়ান অর্থাৎ প্রায় 29,000 টাকা হতে পারে। আপকামিং ফোনটি iQOO Z10 Turbo Pro ফোন এবং Redmi Turbo 4 Pro ফোনের সঙ্গে টক্কর দিতে পারে।

এটি কি Realme GT 7 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন?

রিপোর্ট অনুযায়ী Realme Neo 7 Turbo ফোনটি Realme GT 7 ফোনের গ্লোবাল ভার্সন হতে পারে। চীনে GT 7 ফোনটি Dimensity 9400 Plus চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল এবং এই ফোনের গ্লোবাল ভার্সনে Dimensity 9400e চিপসেট থাকতে পারে। এটি Neo 7 Turbo নামে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি 27 মে Realme GT 7 ফোনটির লঞ্চ হতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here