লঞ্চের আগেই দেখে নিন Realme Neo 7 Turbo ফোনের ট্রান্সপারেন্ট ডিজাইন, জেনে নিন কেমন হবে ফিচার

সম্প্রতি Realme অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কোম্পানির পক্ষ থেকে আগামী 29 মে চীনে Realme Neo 7 Turbo স্মার্টফোন লঞ্চ করা হবে। এবার কোম্পানির ওয়েবসাইট এবং মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে এই আপকামিং ফোনটির কালার অপশন এবং ট্রান্সপারেন্ট ডিজাইনের ডিটেইলস শেয়ার করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের সমস্ত ফোনের চেয়ে বেশ আলাদা ডিজাইনের দেখতে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

Realme Neo 7 Turbo ফোনের ডিজাইন

  • ব্র্যান্ডের নতুন টিজারে Realme Neo 7 Turbo ফোনটির Transparent Gray ভেরিয়েন্টের প্রথম ঝলক দেখা গেছে।
  • ফোনটির Transparent Gray এডিশনটি দেখতে যথেষ্ট ইউনিক এবং এতে হাই টেক লুক রয়েছে।
  • টিজারে ব্যাক প্যানেলে ফোনটির ইন্টারনাল লেআউট প্রায় 1:1 অনুপাতে দেখানো হয়েছে এবং এটি একটি কভারের নিচে অবস্থিত।
  • কোম্পানির পক্ষ থেকে এই ডিজাইনে লেজার এনগ্রেভিং এবং মাল্টি টেক্সচার ক্রাফ্টমেনশিপ ব্যাবহার করা হয়েছে, এর ফলে ইন্টারনাল কয়েল এবং অন্যান্য কম্পোনেন্টে বাস্তবিক টাচ দেওয়া হয়েছে।
  • Realme Neo 7 Turbo ফোনের এই কালার ভেরিয়েন্টে NFC কয়েল হাইলাইট করা হয়েছে। ক্যামেরা লেন্সের কাছে গ্রীন সেকশন দেখা গেছে, এটি সম্ভবত চার্জিং ইন্ডিকেটর হিসাবে কাজ করবে।

Realme Neo 7 Turbo ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme Neo 7 Turbo ফোনে 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে হাই রেজোলিউশন ও ভালো কালার এক্সপেরিয়েন্সের পাশাপাশি গেমিং ও ভিডিও স্ট্রিমিঙের সময় স্মুথ ভিজুয়ালের জন্য হাই রিফ্রেশ রেটও সাপোর্ট করবে।
  • প্রসেসর: এই ফোনে নতুন MediaTek Dimensity 9400e চিপসেট যোগ করা হতে পারে। এই শক্তিশালী প্রসেসর 5G কানেক্টিভিটি, AI টাস্ক এবং হেভি অ্যাপ স্মুথলি রান করতে পারে। এই প্রসেসর হাই পারফরমেন্সের সঙ্গে সঙ্গে ব্যাটারি এফিসিয়েন্সিও দিতে সক্ষম।
  • স্টোরেজ: Realme Neo 7 Turbo ফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি থাকতে পারে। এই কম্বিনেশনের দৌলতে স্মুথ মাল্টি টাস্কিং ও ফাস্ট ডেটা রীড/রাইট করা যাবে। ফোনটির টপ মডেলে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: Realme Neo 7 Turbo ফোনে OIS (Optical Image Stabilization) সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। এর সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: এই আপকামিং ফোনটিতে 7000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারি একটি দিনের চেয়েও বেশি ব্যাকআপ দিতে পারবে। এর সঙ্গে এই ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে, ফলে ফোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে।
  • অপারেটিং সিস্টেম: Realme Neo 7 Turbo ফোনটি Android 15 বেসড Realme UI 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here