লঞ্চের আগেই লিক হল Realme X9 Pro এর স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

বর্তমানে স্মার্টফোন কোম্পানি রিয়েলমি তাদের ‘Realme X9’ সিরিজের ফোনে কাজ করছে। বিগত বেশ কিছু দিন ধরে এই আগামী স্মার্টফোন সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। কোম্পানির আপকামিং Realme X9 স্মার্টফোন সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে বলে খবর পাওয়া গেছে। কিছু দিন আগে সিরিজের Realme X9 ফোনটি TENAA এবং 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এবার এই স্মার্টফোন সিরিজের একটি স্মার্টফোন TENAA তে “RMX3381” মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এর আগে বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে RMX3381 মডেল নাম্বারটি Realme X9 Pro ফোনের মডেল নাম্বার হবে। এবার TENAA লিস্টিং থেকে ফোনটির ছবি ও স্পেসিফিকেশন লিক হয়েছে।

Realme X9 Pro এর স্পেসিফিকেশন

কোম্পানির আগামী Realme X9 Pro তে পাঞ্চ হোল কাট‌আউটযুক্ত 6.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটির ডায়মেনশন 162.5 × 74.8 × 8.8 mm হবে বলে জানা গেছে।জানিয়ে রাখি এই সিরিজের প্রো মডেলটি স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্টের চেয়ে বড় এবং চ‌ওড়া হবে। এছাড়া প্রো মডেলের ডিজাইন‌ও অন্য ধরনের হবে।

কোম্পানির এই আপকামিং ফোনে রেক্ট‍্যাঙ্গুলার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। অতিরিক্ত আলোর জন্য এতে LED ফ্ল‍্যাশ লাইট থাকবে। এখনও পর্যন্ত এই আগামী ফোনের ক‍্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। রিয়েলমি এক্স9 প্রো ফোনটি শাইনি ব্ল‍্যাক কালারে এবং লাইনিং ডিজাইনে পেশ করা হতে পারে। অন‍্যদিকে সিরিজের স্ট‍্যান্ডার্ড ভার্সন প্লেন ডিজাইনে লঞ্চ করার সম্ভাবনা আছে।

এই সিরিজের ফোনের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হতে পারে। রিপোর্ট থেকে জানা গেছে Realme X9 Pro তে 4880mAh ব‍্যাটারি দেওয়ার সম্ভাবনা আছে। টেক জগতে কানাঘুষো চলছে এতে 65W ফাস্ট চার্জিং থাকবে। এই সিরিজের ফোন দুটি Android 11 OS এর সঙ্গে Realme UI 2.0 তে কাজ করবে। লিক অনুযায়ী Realme X9 Pro ফোনটি Snapdragon 870 চিপসেটে রান করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here