Exclusive: Realme নিয়ে এসেছে বিশ্বের প্রথম ফাস্ট চার্জিং ফিচার, জেনে নিন বিস্তারিত

বর্তমানে দাঁড়িয়ে স্মার্টফোনে 80 ওয়াট থেকে 150 ওয়াট চার্জিং স্পীড অত্যন্ত সাধারণ ফিচার হয়ে উঠেছে। তবে আগামী 14 আগস্ট Realme বিশ্বের সবচেয়ে ফাস্ট চার্জিং ফিচার লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি, তবে Realme-এর পক্ষ থেকে 300W ফাস্ট চার্জিং ফিচার লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে OnLeaks-এর মাধ্যমে আমরা লঞ্চের আগেই একটি ভিডিও পেয়েছি। এই ভিডিওর মাধ্যমে Realme-এর ফাস্ট চার্জিং ফিচারে কাজ করতে দেখা গেছে। এছাড়াও, আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই চার্জিং ফিচার 300W এর থেকেও বেশি হতে পারে।

Realme এর ফাস্ট চার্জিং ফিচার

নীচে দেওয়া ভিডিওতে Realme এর ফাস্ট চার্জিং ফিচার দেখা গেছে। ভিডিওতে ফোনটি প্লাগ করতে দেখা গেছে এবং পাশেই একটি টাইমারে চার্জিঙের সময় দেখা যাচ্ছে। স্পষ্ট দেখা গেছে ফোনটি মাত্র 35 সেকেন্ডে 0 থেকে 17 শতাংশ চার্জ হয়ে গেছে।

ফোনটির ব্যাটারি ক্ষমতা এবং ব্যাটারিটি ফুল চার্জ হতে কতটা সময় লাগবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এই আলট্রা ফাস্ট চার্জিং ফিচার লঞ্চ করার পর ব্র্যান্ডের ভবিষ্যতের জন্য ভালোই হবে বলে আশা করা হচ্ছে।

আগামী 14 আগস্ট Realme ইভেন্টের মাধ্যমে তাদের 300W ফাস্ট চার্জিং ফিচার লঞ্চ করবে বলে জানা গেছে। এই খবর সঠিক হতে পারে, কারণ Realme বিশ্বের সবচেয়ে ফাস্ট চার্জিং ফিচার প্রথম বাজারে আনার মুকুট জেতার রেকর্ড গড়তে চাইছে। তবে Redmi এর আগেই এই দৌড়ে নেমে পড়েছে। গত বছর Xiaomi এর সাব-ব্র্যান্ড তাদের 300W ফাস্ট চার্জিং ফিচার প্রকাশ্যে এনেছে।

Realme আগেই এনেছে 240W ফাস্ট চার্জিং ফিচার

Realme স্মার্টফোনের জন্য আলট্রা-ফাস্ট চার্জিং ফিচার নতুন কিছু নয়, কারণ কোম্পানির পক্ষ থেকে এর আগে Realme GT Neo 5 স্মার্টফোনের সঙ্গে 240W ফাস্ট চার্জিং ফিচার পেশ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির 4,600mAh ব্যাটারি 10 মিনিটের কম সময়ের মধ্যে 0 থেকে 100 শতাংশ চার্জ করতে সক্ষম। অন্যদিকে 240W চার্জার 80 সেকেন্ডে 0 থেকে 20 শতাংশ এবং চার মিনিটে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে।

আগামী সপ্তাহে Shenzhen, China-তে রিয়েলমির বার্ষিক 828 ফ্যান ফেস্টিভাল অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই ফাস্ট চার্জিং ফিচার পেশ করা হবে। এই মঞ্চ থেকেই এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে রিয়েলমি তাদের কোনো আপকামিং ফোনে এই ফিচার যোগ করার কথাও ঘোষণা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here