গত সপ্তাহে শাওমির সাব ব্র্যান্ড রেডমি কেনিয়াতে তাদের নতুন বাজেট Redmi A3 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার শীঘ্রই A3 Pro ফোনটি অন্যান্য বাজারেও লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে, কারণ Bluetooth SIG ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি লঞ্চ হওয়া Redmi A3 Pro ফোনটি Redmi 14C ফোনের রিব্র্যান্ড ভার্সন বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Redmi A3 Pro এর ব্লুটুথ SIG সার্টিফিকেশন
- ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে Redmi A3 Pro ফোনটি 2409BRN2CG মডেল নাম্বার সহ দেখা গেছে।
- ব্লুটুথ SIG লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম এবং মডেল নাম্বার সম্পর্কে জানা গেছে। তবে এই লিস্টিঙের মাধ্যমে অন্যান্য তথ্য সম্পর্কে জানা যায়নি, কিন্তু এটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
- গত সপ্তাহে Xiaomi কেনিয়ার সোশ্যাল মিডিয়া সাইটে Redmi A3 Pro ফোনটির অফিসিয়াল লঞ্চ সম্পর্কে জানিয়েছিল।
- পোস্টে Redmi A3 Pro ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং ডিজাইন সম্পর্কে জানিয়েছিল। তবে এখনও পর্যন্ত কেনিয়া ওয়েবসাইটে এই ফোনটির লিস্টেড হয়নি।
Xiaomi পক্ষ থেকে এখনও পর্যন্ত Redmi A3 Pro ফোনটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। যেহেতু আমরা এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আগে থেকেই জানি, তাই আমরা এই পোস্টের মাধ্যমে এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানাব।
Redmi A3 Pro এর স্পেসিফিকেশন
- Redmi A3 Pro ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.88-ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে।
- এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক হ্যালিও G81-আলট্রা প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এতে 4GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনটিতে মেমরি এক্সটেনশনের মাধ্যমে 8GB RAM পর্যন্ত বাড়ানো যাবে।
- Redmi A3 Pro ফোনটির ব্যাক প্যানেলে 50MP AI ডুয়েল ক্যামেরা রয়েছে, তবে সেকেন্ডারি সেন্সর সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
- এই স্মার্টফোনটিতে 5,160mAh ব্যাটারি দেওয়া হবে এবং Xiaomi HyperOS সহ কাজ করবে।
- Redmi A3 Pro ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হতে পারে।
কেনিয়াতে Redmi A3 Pro ফোনটির সিঙ্গেল 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম KES 12,499 (অর্থাৎ প্রায় 8,061 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনটি ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। আগেই জানানো হয়েছে Redmi A3 Pro ফোনটিতে Redmi 14C ফোনের মতো একইরকম স্পেসিফিকেশন রয়েছে। এটি কেনিয়া বাজারেও সেল করা হচ্ছে।