Redmi তাদের Redmi Note 13 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে অফিসিয়াল Redmi Note 14 Pro স্মার্টফোনটি চীনে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ দুটি স্মার্টফোন রয়েছে। আমরা এই পোস্টের মাধ্যমে Pro+ ফোনটির সম্পূর্ণ তথ্য জানানো। জানিয়ে রাখি এই ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং, সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং OIS ফিচারযুক্ত ক্যামেরা ররয়েছে। একইসঙ্গে 90W চার্জিং সাপোর্টেড 6200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Redmi Note 14 Pro স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
চীনে Redmi Note 14 Pro+ এর দাম
Redmi Note 14 Pro+ ফোনটির 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম RMB 1,899 (অর্থাৎ প্রায় Rs 23,000) টাকা, 12GB + 512GB স্টোরেজ অপশনের দাম RMB 2099 (অর্থাৎ প্রায় Rs 25,000) টাকা এবং 16GB + 512GB স্টোরেজ অপশনের দাম RMB 2299 (অর্থাৎ প্রায় Rs 27,000) টাকা রাখা হয়েছে।
Redmi Note 14 Pro+ এর ডিজাইন
Redmi Note 14 Pro+ ফোনটির রেয়ার প্যানেলে লাইটের নিচে কার্ভ কর্নিং গোরিলা গ্লাস দিয়ে তৈরি স্পার্কলিং টেক্সচার রয়েছে। তাই আগের মডেলের তুলনায় এই ফোনটি বেশি মজবুত বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই ফোনটির নিচে বেজাল কিছুটা মোটা এবং উপর ও সাইডের বেজাল পাতলা রয়েছে। কার্ভ স্ক্রিন এবং ব্যাকপ্লেট মিডিল ফ্রেমের জন্য হাতে ধরা অবস্থায় খুব ভালো অনুভূতি পাওয়া যায়।
ক্যামেরা আইল্যান্ডে পোলিশ মেটালের একটি সারকুলা ডিজাইন সহ ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও ফোনটির ডানদিকে ভলিউম এবং পাওয়ার অন-অফ বাটন ও নিচে টাইপ-সি পোর্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
Redmi Note 14 Pro+ এর ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi Note 14 Pro+ ফোনটিতে কার্ভ কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন সহ 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 3000nits পীক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করা হয়েছে।
প্রসেসর: এই ফোনটি 4nm ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 3 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো জিপিইউ রয়েছে। এতে ইন-হাউস Xiaomi T1 চিপসেট রয়েছে। এছাড়া এই ফোনে চার কটেক্স -A720 কোর এবং চার কটেক্স-A520 মিনট কোর দেওয়া হয়েছে। A720 কোর 2.5GHz ক্লক স্পীডে কাজ করবে।
ক্যামেরা: Note 14 Pro+ ফোনটিতে OIS ফিচারযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (Sony IMX355) এবং 50MP পোট্রেট (Samsung S5KJN1) টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে 20MP (OmniVision OV20B) ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: Note 14 Pro+ ফোনটিতে 90W রেপিড চার্জিং সাপোর্টেড 6,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে পুরো দিন কেটে যাবে বলে মনে করা হচ্ছে।
ওএস: Note 14 Pro+ ফোনটি Android 14 এবং HyperOS সহ কাজ করে।
অন্যান্য: এতে ডুয়েল স্পিকার, আইআর ব্লাস্টার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং যোগ করা হয়েছে।
কি নতুন রয়েছে Redmi Note 14 Pro Plus ফোনে?
Redmi Note 14 Pro Plus ফোনটিতে Redmi Note 13 Pro Plus ফোনের মতোই ডিসপ্লে সাইজ, এতে রিফ্রেশ রেট এবং প্যানেল রয়েছে। ফোনটিতে MediaTek Dimensity 7200- Ultra চিপসেট তুলনায় লেটেস্ট কোয়ালকম Snapdragon 7s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে।
Redmi Note 14 Pro Plus ফোনটিতে প্রাইমারি ক্যামেরা 200MP ইউনিট কম করে 50MP সেন্সর করে দেওয়া হয়েছে। তবে আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 12MP ইউনিট আপগ্রেড করা হয়েছে। একইভাবে Redmi Note 13 Pro Plus ফোনের 5000mAh ব্যাটারি তুলনায় Note 14 Pro Plus ফোনটিতে 6,200mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং স্পীড 120W থেকে কমে 90W করে দেওয়া হয়েছে।