দীপাবলিতে জিও লঞ্চ করল জিওফোন ফেস্টিভ্যাল গিফ্ট কার্ড, জেনে নিন এর সুবিধা

রিলায়েন্স জিও কোনো আনন্দের অবসর হাতছাড়া করে না। প্রতিটি উৎসব উপলক্ষে কোম্পানি কোনো না কোনো অফার দিতে থাকে। দীপাবলি উপলক্ষে চারদিকে সবে মাত্র শোরগোল শুরু হয়েছে এবং এখনই রিলায়েন্স জিও ইউজারদের জন্য বিশেষ অফার নিয়ে চলে এসেছে। কোম্পানি জিওফোন ফেস্টিভ্যাল গিফ্ট কার্ড লঞ্চ করেছে যার মাধ্যমে অত্যন্ত কম দামে রিচার্জসহ জিওফোন কেনা যাবে অথবা কাউকে গিফ্ট করা যাবে।

রিলায়েন্স জিওফোন ফেস্টিভ্যাল গিফ্ট কার্ড অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়া, রিলায়েন্স ডিজিটাল ও রিলায়েন্স ফ্রেশসহ অন‍্যান‍্য কোম্পানি স্টোর থেকে 1,095 টাকার বিনিময়ে কেনা যাবে। এটি আমাজন ছাড়া রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকেও কেনা যাবে। এই কার্ডের সাহায্যে কোনো পুরোনো ফোনের বিনিময়ে 1,500 টাকার নতুন জিওফোন নেওয়া যাবে যায দাম মাত্র 501 টাকা। এছাড়া গিফ্ট কার্ডের সঙ্গে জিওফোনে 594 টাকার স্পেশাল প্রিপেইড প্ল‍্যান‌ওয়ালা কুপন‌ও পাওয়া যাবে যেখানে প্রচুর পরিমানে ডেটা ও কলিং বেনিফিট পাওয়া যাবে।

রিলায়েন্স জিওর 594 টাকার এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 6 মাস অর্থাৎ 180 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 500 এমবি 4জি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ 180 দিনে মোট 90 জিবি 4জি ডেটা পাওয়া যাবে। জিওর অন‍্যান‍্য প্ল‍্যানের মতো এই প্ল‍্যানেও আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে ন‍্যাশানাল রোমিংও সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে 6 জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে।

গতবছর অর্থাৎ 2017 সালে রিলায়েন্স 1,500 টাকার 4জি ফিচার ফোন জিওফোন পেশ করে। এই ফোনের জন্য কোম্পানি 49 টাকার মাসিক, 153 টাকার মাসিক ও 594 টাকার অর্ধবার্ষিকি প্ল‍্যান পেশ করে। এবছর কোম্পানি জিওফোন 2 পেশ করে যা কোয়ার্টি কীপ‍্যাডযুক্ত এবং এর দাম 2,999 টাকা রাখা হয়। এই ফোনে ডুয়েল সিম ব‍্যবহার করা যায় অথচ জিওফোনে একটি মাত্র সিম ব‍্যবহার করা যেত। প্রসঙ্গত এই গিফ্ট কার্ড জিওফোন 2 এর জন্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here