বন্ধুকে দিন Samsung স্মার্টফোন আর পেয়ে যান 7500 টাকার পুরস্কার, জেনে নিন ডিটেইলস

ভারতের সবচেয়ে বিশ্বস্ত স্মার্টফোন ব্র‍্যান্ডের মধ্যে অন‍্যতম স‍্যামসাং ইলেকট্রনিক্স আজ স‍্যামসাং স্মার্ট ক‍্যাফে ও স‍্যামসাং স্মার্ট প্লাজার সঙ্গে স‍্যামসাং এক্সক্লুসিভ স্টোর্স থেকে গ‍্যালাক্সি স্মার্টফোন কিনলে গ্ৰাহকদের জন্য একটি আকর্ষণীয় প্রোগ্রাম নিয়ে এসেছে। যেসব গ্ৰাহক স‍্যামসাং এক্সক্লুসিভ স্টোর থেকে গ‍্যালাক্সি স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন এই নতুন প্রোগ্রাম সেইসব গ্ৰাহকদের ফোন কেনার জন্য বিশেষ ভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও কোম্পানি একটি রেফারাল প্রোগ্রাম পেশ করেছে, যেখানে 7,500 টাকা পর্যন্ত গিফট দেওয়া হবে। চলুন দেখে নেওয়া যাক কোম্পানির এই নতুন প্ল‍্যান সম্পর্কে।

স্মার্ট ক্লাব লয়‍্যালটি প্রোগ্রাম

এই প্রোগ্রামের শর্ত অনুযায়ী গ্ৰাহকরা স‍্যামসাং স্মার্ট ক‍্যাফে বা স‍্যামসাং স্মার্ট প্লাজা থেকে কমপক্ষে 15,000 টাকার গ‍্যালাক্সি স্মার্টফোন প্রথমবার কিনলে রিওয়ার্ড পয়েন্ট, সার্ভিস কুপন ও অন‍্যান‍্য আকর্ষণীয় বেনিফিট পাবেন। স‍্যামসাং এক্সক্লুসিভ স্টোরে পরবর্তী সময়ে কেনাকাটা করার সময় এই রিওয়ার্ড পয়েন্ট ব‍্যবহার করা যাবে। এছাড়া গ্ৰাহকদের স্মার্ট ক্লাবের মেম্বারশিপ (ডিসেম্বর, 2020 পর্যন্ত বৈধ) এবং গ‍্যালাক্সি জেড ফোল্ড 2 ও গ‍্যালাক্সি ট‍্যাব এস7 এর মতো প্রোডাক্টে ফাস্ট ট্র‍্যাক আপগ্ৰেডের সঙ্গে 6,000 টাকা পর্যন্ত তিনটি ভাউচার দেওয়া হবে।

স‍্যামসাং রেফারাল প্রোগ্রাম

ভারতে স‍্যামসাঙের বিপুল সংখ্যক কনজিউমার বেসের প্রতি নজর রেখে কোম্পানি রেফারাল প্রোগ্রামের ঘোষণা করেছে। বর্তমান স‍্যামসাং ইউজাররা তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়দের স‍্যামসাং এক্সক্লুসিভ স্টোর থেকে স্মার্টফোন কিনিয়ে দিয়ে 7,500 টাকা পর্যন্ত গিফট পেতে পারেন।

WhatsApp ChatVote

স‍্যামসাং হোয়াটস‌অ্যাপ চ‍্যাটভোট লঞ্চ করেছে যার মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে গ্ৰাহকরা নিকটস্থ স‍্যামসাং স্মার্ট ক‍্যাফের সঙ্গে কানেক্ট হতে পারবেন। স‍্যামসাং স্মার্ট ক‍্যাফের হোয়াটস‌অ্যাপ নাম্বার 9870-494949 এ ‘Hi’ পাঠিয়ে নিকটস্থ স‍্যামসাং স্মার্ট ক‍্যাফের ঠিকানা জানতে পারবেন, স্টোর থেকে অনলাইন কেনাকাটা করতে পারবেন, হোম ডেমো বুক করতে পারবেন, স্টোর থেকে কল ব‍্যাক করাতে পারবেন এবং নতুন প্রোডাক্ট ও অফার লঞ্চ সম্পর্কে জানতে পারবেন। কেনাকাটার পর গ্ৰাহকরা স্টোরে এস‌এম‌এস পোস্ট বিলিঙের মাধ্যমে শেয়ার করা ‘অপ্ট ইন’ লিঙ্কের দ্বারা হোয়াটস‌অ্যাপে তাদের লেনদেনের জন্য একটি ইলেকট্রনিক স্লিপ পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here