লিক হল Samsung Galaxy A25 5G ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে এই ফোন

স্যামসাং সম্পর্কে কয়েক সপ্তাহ ধরে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে এবং এই ফোনটি Samsung Galaxy A25 5G নামে লঞ্চ করা হবে। কয়েক দিন আগে ফোনটির রেন্ডার ইমেজ ইন্টারনেটে লিক হওয়ার ফলে ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। এবার লিকের মাধ্যমে Samsung Galaxy A25 5G ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Samsung Galaxy A25 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • 8GB RAM
  • Samsung Exynos 1280
  • 6.44″ AMOLED Display
  • 50MP Rear Camera
  • 5,000mah battery
  • 25W Fast Charging
  • Android 14 + One UI 6

প্রসেসর: লিক অনুযায়ী Samsung Galaxy A25 5G ফোনটি ব্র্যান্ডের এক্সিনস 1280 অক্টাকোর প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এতে 8GB RAM দেওয়া হবে বলে জানা গেছে।

স্ক্রিন: Samsung Galaxy A25 5G ফোনটিতে 6.44 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে এমোলেড প্যানেল থাকবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।

ওএস: লিক থেকে জানা গেছে এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 এ কাজ করতে পারে। এর সঙ্গে ওয়ান ইউআই 6 যোগ করা হবে।

Samsung Galaxy A25 5G এর লঞ্চ টাইমলাইন (লিক)

আপকামিং Samsung Galaxy A25 5G ফোনটি এই বছরেই মার্কেটে পেশ করা হবে বলে জানা গেছে। টিপস্টার অ্যান্টনি জানিয়েছেন কোম্পানি তাদের এই আগামী ফোনটি আগামী মাসেই লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট লঞ্চ টাইমলাইন বা লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি। তবে আশা করা হচ্ছে অক্টোবর মাসে অফিসিয়ালি Samsung Galaxy A25 5G ফোনটি লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here