5G এর ক্ষমতা ও 8GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Book Go, লুক Apple MacBook এর মতো

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং কিছু দিন আগে তাদের ‘গ‍্যালাক্সি বুক’ সিরিজে Samsung Galaxy Book, Samsung Galaxy Book Pro এবং Samsung Book Pro 360 নামের তিনটি নতুন ল‍্যাপটপ লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজে Samsung Galaxy Book Go নামের একটি নতুন ল‍্যাপটপ পেশ করেছে যা 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। গ‍্যালাক্সি বুকের এই নতুন মডেলটি যথেষ্ট স্লিম ও হালকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট Samsung Galaxy Book Go সম্পর্কে সবকিছু।

Samsung Galaxy Book Go এর দাম

Samsung Galaxy Book Go এর শুধুমাত্র ওয়াইফাই ভেরিয়েন্ট USD 349 (প্রায় 25,484 টাকা) দামে লঞ্চ করেছিল। মনে করা হচ্ছে এই বাজেট ক‍্যাটাগরিতে Samsung Galaxy Book Go ডিভাইসটি মার্কেটে উপস্থিত Google এর ক্রোমবুককে সরাসরি টক্কর দেবে। তবে কোম্পানি এখনও পর্যন্ত এই ল‍্যাপটপের এলটিই ভেরিয়েন্টের দাম সম্পর্কে কিছু জানায়নি। স‍্যামসাং জানিয়ে দিয়েছে এই মাসের মধ্যে কিছু বাছাই করা মার্কেটে এই ল‍্যাপটপের সেল শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি বিশ্বের সমস্ত মার্কেট থেকেই এই ফোন কেনা যাবে।

Samsung Galaxy Book Go এর স্পেসিফিকেশন

আগেই বলেছি কোম্পানির লেটেস্ট Samsung Galaxy Book Go ডিভাইসটি যথেষ্ট স্লিম ও হালকা ডিজাইনের ল‍্যাপটপ। এই ল‍্যাপটপ মাত্র 14.9 এম‌এম পাতলা এবং এর ওজন 1.38 কিলোগ্ৰাম। এই ডিভাইসের ডিজাইন অনেকটা অ্যাপেল ম‍্যাকবুকের মতো তৈরি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ডিভাইসটি শুধুমাত্র সিলভার কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

Samsung Galaxy Book Go তে ফুল এইচডি রেজলিউশনযুক্ত 14 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসটি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং উইন্ডোজ 10 প্রোতে আপগ্রেড হতে পারে। এতে ল‍্যাপটপ কোয়ালকমের লেটেস্ট স্ন‍্যাপড্রাগন 7c Gen 2 প্রসেসর আছে এবং এর সঙ্গে 4 জিবি র‍্যামসহ 64 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামসহ 128 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে। এই ল‍্যাপটপের স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy Book Go তে 720p ওয়েব ক‍্যামেরা যোগ করা হয়েছে। এতে ডলবি অডিও সাপোর্টেড একটি স্টেরিও স্পীকার আছে। এই ল‍্যাপটপের এলটিই মডেল‌ও আছে আবার শুধুমাত্র ওয়াইফাই মডেল‌ও আছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে একটি ইউএসবি 2.0 টাইপ এ পোর্ট, ইউএসবি 3.2 টাইপ সি পোর্ট, একটি ন‍্যানো সিম কার্ড স্লট, 3.4 এম‌এম অডিও জ‍্যাক, ওয়াইফাই 5 (2×2 এম‌আইএম‌ও) ও ব্লুটুথ 5.1 আছে। এছাড়া এই ডিভাইসে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 42.3Whr ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here