এই বছরের শুরুতে Samsung তাদের Galaxy S25 এবং Galaxy S25 Plus স্মার্টফোনের সঙ্গেই তাদের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন Samsung Galaxy S25 Ultra লঞ্চ করেছিল। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই Ultra মডেলের দৌলতে এক ইউক্রেন সৈন্যের প্রাণ রক্ষা পেয়েছে। খবর পাওয়া গেছে শার্পনেলের একটি বড় টুকরো ফোনে ধাক্কা খেয়েছিল। এর ফলে Galaxy S25 Ultra ফোনটির গ্লাস ভেঙ্গে গেছে ঠিকই, তবে টাইটেনিয়াম চেসিসে এটি আতকে দিয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy S25 Ultra ফোনে আটকালো শার্পনেল
- বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে গোলাগুলির সময় এক ইউক্রেনীয় সৈনিকের ফোনে একটি বড় শার্পনেলের টুকরো ধাক্কা খায়।
- এর শার্পনেলের টুকরোর আঘাতে ফোনের গ্লাস স্ক্রিন ভেঙ্গে যায়, তবে টাইটেনিয়াম চেসিসে আতকে যায়। ফলে সেই সৈনিক প্রাণে বেঁচে যায়।
- Samsung Ukraine Community Forum এর মাধ্যমে ভাঙ্গা Samsung Galaxy S25 Ultra ফোনের ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা গেছে ফোনটির গ্লাস সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
- এই শার্পনেলের টুকরো ফোনের ব্যাটারির সোজাসুজি ব্যাক প্যানেলে আঘাত করলে আরও কয়েক গুণ বেশি ক্ষতি হতে পারত বলে মনে করা হচ্ছে।
- আঘাতের ফলে ইউজারের কোনো ক্ষতি হয়নি, তবে ফোনটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং এটি আর ব্যাবহার করা যাবে না।
- ইউজার জানিয়েছেন ফোনটি প্রায় নতুন ছিল। দক্ষিণ কোরিয়ার পাবলিকেশন Naver এর বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন, “সবচেয়ে দুঃখের বিষয় আমি মাত্র 3 সপ্তাহ এই ফোনটি ব্যাবহার করেছি।”
- আবার Reddit প্ল্যাটফর্মে @Dapper_Chance8742 নামক ইউজার জানিয়েছেন এক Samsung আধিকারিক ফোনটির ইউজারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং “কৃতজ্ঞতাস্বরূপ” ফোনটির ফ্রি রিপেয়ার অফার করেছেন।
- জানিয়ে রাখি Samsung Galaxy S25 Ultra ফোনে টাইটেনিয়াম চেসিস এবং Corning Gorilla Armor 2 গ্লাস দেওয়া হয়েছে। এর ফলে ডিসপ্লে আরও বেশি সুরক্ষিত এবং মজবুত হয়।
এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল, এমন কিন্তু নয়। এর আগে 2023 সালেও একটি Samsung স্মার্টফোন একটি গুলি আটকিয়েছিল, ফলে আরেক ইউক্রেনীয় সৈন্যের প্রাণ বেঁচেছিল। তবে এই ঘটনায় ফোনটির ব্যাক ও ফ্রন্ট উভয় প্যানেল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেটি আর সারানো সম্ভব হয়নি। ভারতের বাজারে বর্তমানে Samsung Galaxy S25 Ultra ফোনটি 1,29,999 টাকা থেকে 1,65,999 টাকা পর্যন্ত দামে সেল করা হয়।