নচযুক্ত হাই কোয়ালিটি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy Tab S8 Ultra ট‍্যাবলেট, জেনে নিন ডিটেইলস

লঞ্চের আগেই Samsung Galaxy Tab S8 Ultra ট‍্যাবলেটের লাইভ ইমেজ প্রকাশ‍্যে এসে গেছে। স‍্যামসাঙের এই আপকামিং ট‍্যাবলেটে 14.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। সেলফি ক‍্যামেরার জন্য এই ট‍্যাবলেটের ফ্রন্ট প‍্যানেলে নচ দেওয়া হবে। ট‍্যাবলেটের ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপে দুটি ক‍্যামেরা সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি আপকামিং Samsung Galaxy Tab S8 সিরিজ দক্ষিণ কোরিয়ার কোম্পানি স‍্যামসাঙের একটি ফ্ল‍্যাগশিপ ট‍্যাবলেট সিরিজ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Tab S8 ট‍্যাবলেট সিরিজে Galaxy Tab S8, Galaxy Tab S8+ এবং Galaxy Tab S8 Ultra নামের তিনটি ট‍্যাবলেট লঞ্চ করা হতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে এতে Snapdragon 8 Gen 1 চিপসেট যোগ করা হতে পারে।

 নচসহ লঞ্চ হবে Samsung Galaxy Tab S8 Ultra

আগেই জানিয়েছি Samsung Galaxy Tab S8 সিরিজে Galaxy Tab S8, Galaxy Tab S8+ এবং Galaxy Tab S8 Ultra এই তিনটি ট‍্যাবলেট লঞ্চ করা হতে পারে। ইতিমধ্যে আপকামিং Galaxy Tab S8 Ultra ট‍্যাবলেটের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। Samsung Galaxy Tab S8 Ultra এর নতুন লিক হ‌ওয়া ছবি থেকে এর ডিজাইন সম্পর্কেও জানা গেছে। SamMobile এর রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy Tab S8 Ultra ট‍্যাবলেটে স্লিম বেজল এবং নচযুক্ত 14.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে।

Samsung Galaxy Tab S8 Ultra তে 14.6 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই ট‍্যাবলেটে ডিসপ্লের চারদিকে পাতলা বেজল দেওয়া হবে। এই ট‍্যাবলেটের ফ্রন্ট প‍্যানেলে একাধিক ক‍্যামেরা দেওয়ার সম্ভাবনা আছে এবং এর মধ্যে 12MP এর দুটি ক‍্যামেরা সেন্সর থাকবে। এই নচ ডিসপ্লেতে কিছুটা বড় আকারের দেখতে লেগেছে। আপকামিং Galaxy Tab S8 Ultra এর ডিসপ্লের আসপেক্ট রেশিও 16:10 হবে। গেমিং এবং ভিডিও দেখার সময় নচ একটি কালো বারের মধ্যে ঢাকা পড়ে যাবে।

Samsung Galaxy Tab S8 Ultra ট‍্যাবলেটে যথেষ্ট হাই কোয়ালিটি ডিসপ্লে ব‍্যবহার করা হবে। এখনও পর্যন্ত পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী মার্কেটে এই ট‍্যাবলেট 1,100 ইউরো অর্থাৎ প্রায় 93,951 টাকা দামে সেল করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here