আমরা এই পোস্টে Samsung এর ফোন ব্যাবহার করা ইউজারদের দারুণ খবর জানাচ্ছি। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন এবং অ্যাডভান্স সফটওয়্যার আপডেট One UI 7, যা ফোন এবং ট্যাবলেটের জন্য নিয়ে আসতে চলেছে। 5 ডিসেম্বর Android 15 OS এর ইউজার ইন্টারফেস গ্লোবাল রোলআউট শুরু হয়ে গেছে। গত বছর অক্টোবর মাসে কোম্পানি তাদের One UI 6 লঞ্চ করেছিল। তবে সেই হিসেবে দুই মাস দেরি করে One UI 7 পেশ করা হল। কোম্পানির নতুন One UI 7 এ বিভিন্ন অপ্টিমাইজেশন এবং AI ফিচার রয়েছে।
One UI 7 এর রিলিজ ডেট
টিপস্টার ম্যাক্স জ্যাম্বোর এর বক্তব্য অনুযায়ী 5 ডিসেম্বর স্যামসাঙ তাদের নতুন One UI 7 beta পেশ করেছে। এই ইউআই প্রথমে জার্মানে রোলআউট হবে, এরপর ভারত সহ অন্যান্য বাজারে পেশ করা হবে। নিচে দেওয়া স্ক্রিনশর্টে দেখানো হয়েছে আজ থেকে জার্মানে One UI 7 স্যামসাঙ ফোনে দেওয়া শুরু হয়ে গেছে। এই সিস্টেম প্রথমে Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra ফোনে দেওয়া হয়েছে। নিচে এই সিস্টেম ফোনে ডাউনলোড করার পদ্ধতি জানানো হল।
One UI 7 beta program এ জয়েন করার পদ্ধতি:
স্টেপ 1:
Samsung Members অ্যাপ ওপেন করুন। এই অ্যাপ ফোনে আগের থেকে ইন্সটল না থাকলে, Google Play Store এর মাধ্যমে ডাউনলোড করুন।
স্টেপ 2:
স্যামসাঙ মেম্বার্স অ্যাপে নিজেদের স্যামসাঙ অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে Samsung Accounts পেজে গিয়ে তৈরি করতে হবে।
স্টেপ 3:
অ্যাপের হোম স্ক্রিনে “Registration for One UI Beta Program” অপশনে ক্লিক করুন। এই অপশন নোটিস সেকশনে গিয়েও সিলেক্ট করা যাবে।
স্টেপ 4:
স্ক্রিনে দেওয়া নির্দেশ মেনে রিকোয়েস্ট করুন।
যদি আপনি আপডেটের জন্য যোগ্য হয়ে থাকেন (Galaxy S24 সিরিজের ফোন এবং সাপোর্টেড দেশ) সেক্ষেত্রে ফোনের সেটিংসে আপডেট চলে আসবে।
One UI 7 এর ইন্সটল পদ্ধতি:
স্টেপ 1:
স্যামসাঙ ফোনের সেটিং ওপেন করুন।
স্টেপ 2:
সফটওয়্যার আপডেটে ক্লিক করুন।
স্টেপ 3:
ডাউনলোড এবং ইন্সটল বাটনে ক্লিক করুন। এই সিস্টেম ফোনে উপস্থিত আপডেট মেমরিতে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
স্টেপ 4:
নতুন One UI 7 ফোনে ডাউনলোড হওয়ার পর ইন্সটল বাটনে ক্লিক করুন,
এই আপডেট ফোনে চলে আসবে।
নতুন সফটওয়্যার আপডেট ফোনে ডাউনলোড এবং ইন্সটল করার প্রসেস চলাকালীন ফোন নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। ফোনটি ওপেন করার জন্য নিজেদের ফোনের পাসওয়ার্ড দিন এবং নতুন One UI 7 উপভোগ করুন।
এই সব ফোনে পাওয়া যাবে One UI 7 আপডেট
Samsung Galaxy S24
Samsung Galaxy S24+
Samsung Galaxy S24 Ultra
কোম্পানি প্রথম One UI 7 আপডেট তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস24 সিরিজের জন্য জারি করেছে। এই আপডেট গ্যালাক্সি এস24, গ্যালাক্সি এস24 প্লাস এবং গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনে ইন্সটল করা যাবে। আবার জানিয়ে রাখি বর্তমানে শুধুমাত্র এই আপডেট জার্মানে পাওয়া যাবে এবং ভারতীয় স্যামসাঙ ফোন ইউজাররা পরে এটি ব্যাবহার করতে পারবেন।