সস্তা স্যামসাঙ স্মার্টফোন প্রেমীদের জন্য Samsung Galaxy F04 একটি দারুণ অপশন। এই ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ হয়েছিল এবং এখন এই ফোনটি 5,999 টাকা দামে সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম 2 হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এখন এই ফোনটি মাত্র 6 হাজার টাকার চেয়েও কম দামে কেনা যাবে। ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।
Samsung Galaxy F04 এর দাম
এখন Samsung Galaxy F04 ফোনটি মাত্র 5,999 টাকা দামে সেল করা হচ্ছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি আজ থেকেই এই নতুন দামে কেনা যাবে। প্রাইস কাটের পর Samsung Galaxy F04 ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোনগুলির তালিকায় নিজের স্থান করে নিয়েছে। এই ফোনটি Jade Purple এবং Opal Green কালারে সেল করা হয়।
Samsung Galaxy F04 এর ছবি
Samsung Galaxy F04 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy F04 ফোনটিতে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লে। এই স্ক্রিনটি LCD প্যানেল দিয়ে তৈরি।
- প্রসেসর: Samsung Galaxy F04 ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং OneUI এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে MediaTek Helio P35 চিপসেটে রান করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে।
- স্টোরেজ: এই ফোনটি 4GB RAM এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। RAM Plus ফিচার ব্যাবহার করে এই ফোনে 4GB virtual RAM যোগ করে এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F04 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে f/2.2 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
- অন্যান্য: এটি একটি 4G LTE সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি 3.5 এমএম জ্যাক রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।