ভারতে লঞ্চ হবে Tecno Camon 30 এবং Camon 30 Premier 5G স্মার্টফোন, দুটি ফোন পাস করেছে ভারতীয় সার্টিফিকেশন

MWC 2024 ইভেন্টের মঞ্চে Tecno তাদের Camon 30 সিরিজের অধীনে Tecno Camon 30 5G এবং Camon 30 Premier 5G ফোন প্রকাশ করেছিল। তবে এবার এই ফোন দুটি ভারতীয় বাজারে আসতে চলেছে। BIS এর সাইটে আপকামিং টেকনো ফোন লিস্টেড হয়েছে, এর ফলে ভারতে এই ফোন লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে।

BIS এর সাইটে লিস্টেড হল Tecno Camon 30 সিরিজ

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সাইটে টেকনো স্মার্টফোন লিস্টেড হতে দেখা গেছে। এই Tecno Camon 30 5G ফোনটি CL7 এবং CL7k মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। আরও একটি ফোন CL9 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটির নাম Tecno Camon 30 Premier 5G বলা হয়েছে। এখনও পর্যন্ত এই লিস্টিঙে মাধ্যমে ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু এটি দেখে জানা গেছে টেকনো কেমন 30 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে।

Tecno Camon 30 Premier 5G এর স্পেসিফিকেশন

  • 6.77″ LTPO OLED Display
  • 50MP+50MP+50MP Rear Camera
  • 50MP Selfie Camera
  • MediaTek Dimensity 8200 Ultra
  • 12GB RAM + 512GB Storage
  • 12GB Virtual RAM
  • 5,000mAh battery
  • 70W fast charging

ডিসপ্লে: Tecno Camon 30 Premier 5G ফোনটি 1264 x 2780 রেজোলিউশন সহ 6.77 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করবে। এটি এলটিপিও ডিসপ্লে ওএলইডি প্যানেল দিয়ে তৈরি। জানিয়ে রাখি এই ডিসপ্লে টেকনোলজি এর আগেও Phantom V Flip এবং V Fold ফোনগুলিতে ব্যবহার করা হয়েছিল। এই ফোনের ডিসপ্লে 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা: Tecno Camon 30 Premier 5G ফোনে সেলফি তোলা, রিলস বানানো এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেলফি ক্যামেরা Eye-Trace টেকনোলজি সাপোর্ট করবে।

ব্যাক ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর সহ সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে 70 মিমি ফোকাল লেংথ এবং 60x হাইব্রিড জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং 50 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে টেকনো ক্যামন 30 প্রিমিয়ার 5জি ফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই স্মার্টফোনটিতে এআরএম মালি-জি610 জিপিইউ দেওয়া হয়েছে।

মেমরি: টেকনো এই ফোনটিতে 12জিবি র‍্যাম যোগ করেছে। এই মোবাইলটি 12জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। যার ফলে ফোনের ফিজিক্যাল র‍্যামের সঙ্গে যুক্ত হয়ে 24জিবি পর্যন্ত র‍্যামের পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনে 512জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে আশা করা হচ্ছে এই ফোনটি বাজারে একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 30 Premier 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 70 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এতে USB Type-C পোর্ট রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here