Categories: খবর

ভারতে লঞ্চ হতে চলেছে TECNO CAMON 30, বাজেট রেঞ্জে পাওয়া যাবে দারুণ ক্যামেরা

গ্লোবালি টেকনো CAMON 30 সিরিজ পেশ করা হয়েছে। এবার এই সিরিজ ভারতে লঞ্চ ঘোষণা করা হল। কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজার ভিডিও শেয়ার করে এই ফোনের লঞ্চ কনফর্ম করে দিয়েছে। জানিয়ে রাখি এই সিরিজে ইউজারা কম দামে দারুণ ক্যামেরা এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টিজার এবং গ্লোবাল মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতে লঞ্চ হবে TECNO CAMON 30 সিরিজ

  • নিচে শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে টেকনো তাদের CAMON 30 সিরিজের লঞ্চ কনফার্ম করে দিয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার ভিডিও অনুযায়ী ইউজাররা এই ফোনে দুর্দান্ত ক্যামেরা এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবে। একইসঙ্গে এই ফোনে সোনি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
  • এখনও পর্যন্ত জানানো হয়নি এই সিরিজে কতগুলি ফোন আসতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত গ্লোবালি চারটি মডেল Tecno CAMON 30, Tecno CAMON 30 5G, Tecno CAMON 30 Pro 5G এবং Tecno CAMON 30 Premier 5G লঞ্চ করা হয়েছে।
  • ভারতে প্রথমে Tecno CAMON 30 এবং Tecno CAMON 30 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এর দাম 20 থেকে 30 হাজার টাকা রাখা হতে পারে।

TECNO CAMON 30 5G এর গ্লোবাল স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: TECNO CAMON 30 5G ফোনে 6.78-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2436×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করে।
  • প্রসেসর: এই ফোন অক্টাকোর MediaTek Dimensity 7020 চিপসেট রয়েছে। এটি 6 ন্যানোমিটার প্রসেসর সহ কাজ করে।
  • স্টোরেজ: এই ফোন 12জিবি RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল সাপোর্ট দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে OIS ফিচার, ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেলের 1/1.57″লেন্স, এবং 2MP ডেপ্ত সেন্সর রয়েছে। সেলফির জন্য 50MP আই অটোফোকাশ ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: TECNO CAMON 30 5G ফোনে 70W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইউএসবি টাইপ-সি অডিও,স্টিরিয়ো ডুয়াল স্পিকার, ডাল্বি এটমান্স, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার,আইআর ব্লাস্টার,ডুয়াল সিম, 5G,ওয়াই-ফাই, ব্লুটুথ 5.3, এর মতো বিভিন্ন অপশন দেওয়া হয়েছে।
  • ওএস: TECNO CAMON 30 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 সহ কাজ করে।