প্রকাশ্যে এল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের টিজার, দেখে নিন লুক

গত কাল ওপ্পো তাদের রেনো 12 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেছিল। আগামী 23 মে এই সিরিজের অধীনে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro 5জি স্মার্টফোন পেশ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনটি ভারত এবং অন্যান্য গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। আজ কোম্পানি নতুন টিজার লঞ্চ করেছে, এর মাধ্যমে এই ফোনের ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 12 এবং Reno 12 Pro এর ডিজাইন টিজার

  • কোম্পানির ওয়েবসাইট এবং মাইক্রো ব্লগিং সাইট ওয়াইবোতে OPPO Reno 12 সিরিজের টিজার শেয়ার করেছে।
  • নীচে দেওয়া ইমেজ স্লাইডে দেখানো হয়েছে OPPO Reno 12 সিরিজ স্মার্টফোন গ্লসি ফিনিশ সহ দেখা গেছে।
  • ছবি অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ রেকট্যানগুলার মডিউল দেওয়া হয়েছে।
  • এই ফোনের ক্যামেরাতে AI ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে।
  • এই স্মার্টফোনটি সিলভার এবং পার্পল এই দুটি কালার অপশনে পেশ করা হতে পারে।
  • এই ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলের নিচের দিকে ওপ্পো ব্র্যান্ডিং যোগ করা হয়েছে।

OPPO Reno 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO Reno 12 সিরিজের ফোনে 6.7 ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনে 2772 x 1240 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হতে পারে।
  • প্রসেসর: OPPO Reno 12 ফোনে Dimensity 8250 চিপসেট এবং Reno 12 Pro ফোনে Dimensity 9200 স্টার স্পীড এডিশন প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: OPPO Reno 12 ফোনে 12GB ও 16GB LPDDR5X RAM এবং 256GB ও 512GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এই ফোনে ভার্চুয়াল RAM অপশনও দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: টিজার অনুযায়ী OPPO Reno 12 ফোনে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি Sony IMX890 সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 50MP 2x টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। সেলফির জন্য এই ফোনে 50MP লেন্স দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: রেনো 12 সিরিজের OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro ফোনে 5,000mAh ব্যাটারি এবং 80W SuperVOOC চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • অন্যান্য: রেনো 12 সিরিজে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
  • ওএস: রেনো 12 সিরিজের ফোনে ColorOS 14 এবং অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here