8GB RAM সহ কম দামে লঞ্চ হল TECNO POP 9 5G স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার

2024 সালের সেপ্টেম্বর মাসে টেকনো তাদের POP 9 সিরিজের TECNO POP 9 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার এই মডেল 8GB RAM সহ পেশ করা হয়েছে। অর্থাৎ এই ফোনে আরও ভালো স্পীড এবং পারফরমেন্স উপভোগ করা হল। একইসঙ্গে এটি বাজেট রেঞ্জে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক TECNO POP 9 5G স্মার্টফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।

TECNO POP 9 5G এর দাম এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে TECNO POP 9 5G ফোনটি নতুন 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 10,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইসঙ্গে ফোনটি ব্যাঙ্ক অফার সহ সেল করা হবে।
  • 8 জানুয়ারি ভারতে নতুন মডেলটির সেল শুরু হবে।
  • ফোনটির অন্য দুটি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 9,499 টাকা এবং 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 9,999 টাকা রাখা হয়েছে।
  • এই ফোনটি Amazon India মাধ্যমে Midnight Shadow, Azure Sky এবং Aurora Cloud মতো কালার অপশনে সেল করা হবে।

TECNO POP 9 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: TECNO POP 9 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির বড়ো আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং হাই রেজোলিউশন সহ পেশ করা হয়েছে।

প্রসেসর: TECNO POP 9 5G ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। এটি হেভি গেমিঙের ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

স্টোরেজ: এই স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। একইসঙ্গে এক্সন্টেটেড RAM এর সাহায্যে 8GB সাপোর্ট পাওয়া যাবে। অর্থাৎ ইউজাররা 16GB পর্যন্ত স্টোরেজ ব্যাবহার করা হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে রিং এলইডি লাইট দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেল আইএমএক্স582 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সহ প্রাইমারি লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 8MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 15ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: TECNO POP 9 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।

অন্যান্য: TECNO POP 9 5G ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং, স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমস, ডুয়েল সিম 5G, ওয়াইফাই মতো বিভিন্ন ফিচার রয়েছে। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী 4 বছরের ল্যাগ-ফ্রি পারফরমেন্স অফার করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here