টেকনো তাদের Pova 7 সিরিজের অধীনে স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে নতুন Ultra ফোনটি পেশ করতে পারে। এই আপকামিং ফোনটি Tecno Pova 7 Ultra 5G নামে লঞ্চ করা হতে পারে। লেটেস্ট লিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সম্ভাব্য লঞ্চ টাইম লাইন সম্পর্কে জানা গেছে। আপকামিং ফোনটি গেমিং সেন্ট্রিক হবে বলে জানানো হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova 7 Ultra 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Tecno Pova 7 Ultra 5G এর লঞ্চ ডিটেইলস (লিক)
- টিপস্টার পারস গুগলানি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Tecno Pova 7 Ultra 5G ফোনের ডিটেইলস শেয়ার করেছে।
- নিচে দেওয়া ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে আপকামিং ফোনটি এই মাসে অর্থাৎ জুন মাসে লঞ্চ করা হবে বলে লেখা রয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সঠিক লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
Tecno Pova 7 Ultra 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: Tecno Pova 7 Ultra 5G ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। বিশেষত্ব হল ফোনটিতে PUBG Mobile মতো গেমগুলি 120FPS স্পীডে চলতে সক্ষম।
- প্রসেসর: লিক অনুযায়ী Pova 7 Ultra 5G ফোনটিতে MediaTek এর নতুন Dimensity 8350 Ultimate প্রসেসর দেওয়া হতে পারে। এর ফলে একটি শক্তিশালী গেমিং স্মার্টফোন পেশ হতে চলেছে।
- ব্যাটারি: ফোনটিতে 70W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এর ফলে কোনো ধরনের বাধা ছাড়াই দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ উপভোগ করা যাবে।
- অন্যান্য: সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনটি Android 15 OS এবং 8GB RAM ও ARM Mali-G615 GPU সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
Tecno Pova 7 Ultra 5G এর ডিজাইন
Pova 7 Ultra 5G ফোনটি ডিজাইন ইউনিক হবে বলে জানা গেছে। আপকামিং ফোনটিতে বক্সী ডিজাইন, রেয়ার প্যানেলে ম্যাকানিকাল এলিমেন্ট, ট্রায়াঙ্গেল শেপের ক্যামেরা মডিউল, এলইডি লাইট স্ট্রিপ এবং আর্ক ইন্টারফেস থাকতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি ব্ল্যাক ও হোয়াইট কালার অপশনে লঞ্চ করা হতে পারে।