এই কোম্পানি নিয়ে এসেছে 719 টাকা দামের রিচার্জ প্ল্যান, জেনে নিন ডিটেইলস

ভারতের তৃতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vi) তাদের ইউজারদের কথা মাথায় রেখে একটি সস্তা পুরনো প্ল্যান ফিরিয়ে এনেছে। ডেটা এবং ভ্যালিডিটির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে কোম্পানি তাদের 719 টাকা দামের প্ল্যানটি আবার নিয়ে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি সম্পর্কে।

আগে বাড়ানো হয়েছিল Vi এর 719 টাকা দামের প্ল্যানের দাম

এই বছর জুলাই মাসে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল সহ ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে তাদের সমস্ত প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছিল। সেই সময় Vi তাদের 719 টাকা প্ল্যানের দাম বাড়িয়ে 859 টাকা করে দিয়েছিল।

এবার কোম্পানি আরও একবার তাদের 719 টাকা দামের রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। তবে এই প্ল্যানের বেনিফিটগুলি কমিয়ে দেওয়া হয়েছে। এই নতুন 719 টাকা দামের রিচার্জ প্ল্যানে 72 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। তবে এই প্ল্যানে Vi Hero Unlimited এবং রাত্রে আনলিমিটেড ডেটা বেনিফিট পাওয়া যাবে না।

এছাড়াও এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 1GB ডেটা এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হবে। তবে দৈনিক ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমে 64kbps হয়ে যাবে। এই প্ল্যানে কোনো অতিরিক্ত বেনিফিট দেওয়া হবে না। একইভাবে এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 100 SMS উপভোগ করতে পারবেন।

আগে পাওয়া যেত এইসব বেনিফিট

আগে এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যেত। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড কল এবং 100 SMS এর সুবিধা দেওয়া হত। কিন্তু বর্তমানে এই বেনিফিট পাওয়ার জন্য 140 টাকা বেশি খরচ করতে হবে। আমরা আগেই জানিয়েছি 719 টাকার রিচার্জ প্ল্যানের দাম পরিবর্তন হয়ে বর্তমানে 859 টাকা করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here