Categories: খবর

জেনে নিন কবে রিলিজ হবে সাসপেন্স এবং কমেডিতে ভরপুর বিক্কি কৌশলের এই ফিল্ম

ইতিমধ্যে বিক্কি কৌশল (Vicky Kaushal), ভুমি পেডনেকর (Bhumi Pednekar) এবং কিয়ারা আদবানি (Kiara Advani) অভিনীত আপকামিং মুভি ‘গোবিন্দা নাম মেরা’ (Govinda Naam Mera) এর ট্রেলার রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটি পরিচালনা করেছেন শশাঙ্ক খেতান। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটি একটি কমেডি মার্ডার মিস্ট্রি ফিল্ম হতে চলেছে। এই মুভিতে বিক্কি কৌশল, কিয়ারা আদবানি এবং ভুমি পেডনেকরের নাম যথাক্রমে গোবিন্দা, সুকু এবং গৌরি। এর মধ্যে গৌরি গোবিন্দার স্ত্রী এবং সুকু গার্লফ্রেন্ড। গোবিন্দা গৌরিকে ডিভোর্স দিয়ে সুকুকে বিয়ে করতে চায় কিন্তু গৌরি ডিভোর্স দেয় না। অন্যদিকে গৌরিরও আবার বয়ফ্রেন্ড আছে।

ট্রেলারে দেখা যায় গোবিন্দা এবং সুকু বাড়িতে লাশ খুঁজে পায়। এই লাশ কি গৌরির? ট্রেলার থেকে এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি। তাই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য আপাতত মুভিটি রিলিজের অপেক্ষা করা হচ্ছে। এটি একটি মার্ডার মিস্ট্রি ফিল্ম হলেও এতে কমেডি উপাদান ভরপুর রয়েছে। সিনেমাটির সংলাপ যথেষ্ট মজার। ভুমি পেডনেকর এবং কিয়ারা আদবানিকে যথেষ্ট গ্ল্যামারাস স্তাইলে দেখা যাবে।

Govinda Naam Mera trailer :

বিক্কি কৌশল স্বয়ং এই ফিল্মের ট্রেলার তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ট্রেলার শেয়ার করার সময় বিক্কি কৌশল লিখেছেন, “Kahaani ek, twists aur turns anek! Mere hi life mein kyun hai itne saare problems? A murder, some mystery, lots of thrill and masala guaranteed!”

বিক্কি কৌশল, কিয়ারা আদবানি এবং ভুমি পেডনেকরের সঙ্গে এর আগেও কাজ করেছেন। বিক্কি এবং ভুমি আগে ‘ভূত’ মুভিতে একে অপরের সঙ্গে কাজ করেছেন। অন্যদিকে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এ বিক্কি এবং কিয়ারাকে এক সঙ্গে দেখা গিয়েছিল। এই ফিল্মের পরিচালক শশাঙ্ক খেতান এবং প্রোডিউসার ধর্মা প্রোডাকশনের করণ জোহার। Govinda Naam Mera মুভিটি ওটিটি প্ল্যাটফর্ম Disney Plus Hotstar এ আগামী 16 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।

Govinda Naam Mera Details

ফিল্ম : গোবিন্দা নাম মেরা
প্ল্যাটফর্ম : ডিজনি প্লাস হটস্টার
রিলিজ ডেট : 16 ডিসেম্বর 2022
কাস্ট : বিক্কি কৌশল, কিয়ারা আদবানি এবং ভুমি পেডনেকর, অপারশক্তি খুরানা, বিনা নাইয়ার, আসিফ বসরা, মুকেশ তিওয়ারি
ডাইরেক্টর : শশাঙ্ক খেতান
প্রোডিউসার : করণ জোহার
প্রোডাকশন : ধর্মা প্রোডাকশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন