1 মাসে ব্লক হল 1.84 লক্ষ ভারতীয় ‘এক্স’ অ্যাকাউন্ট, কখনও করবেন না এই ভুল!

অনলাইন প্ল্যাটফর্মে কোনো ধরনের ভুল কন্টেন্টের প্রচার বন্ধ করার জন্য ভারত সরকার যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করে চলেছে। Meta এবং X (twitter) এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলিও ভারতীয় আইটি নিয়ম পালন করে কড়া পদক্ষেপ নিয়ে থাকে। এই নিয়ম মেনেই Elon Musk এর কোম্পানি X Corp গত 1 মাসে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স 1,84,241 অ্যাকাউন্ট ব্লক করেছে।

প্রতি মাসেই বন্ধ হচ্ছে লক্ষাধিক অ্যাকাউন্ট

এলন মাস্ক পরিচালিত এক্স কর্প 26 মার্চ থেকে 25 এপ্রিলের মধ্যে ভারতে 1,84,241 অ্যাকাউন্ট ব্যান করেছে। কোম্পানির আইটি আইন, 2021 মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এইসব ব্যান অ্যাকাউন্টে মূলত শিশু যৌন নির্যাতন এবং অসম্মতিমূলক নগ্নতা জাতীয় কন্টেন্ট প্রচার করা হত। এর মধ্যে কিছু অ্যাকাউন্টের মাধ্যমে উগ্রপন্থীকে উস্কানি দেওয়া হত এবং এই অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এর আগে 26 ফেব্রুয়ারি থেকে 25 মার্চের মধ্যে ভারতে 2.13 লক্ষ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট নিয়ম

এক্সের নিয়ম অনুযায়ী hateful conduct, abuse/harassment, promoting terrorism বা sensitive adult content জাতীয় পোস্ট করা বৈধ নয়।

  1. কোনো ইউজারের পাবলিশ করা উপরোক্ত কন্টেন্ট রিটুইট করবেন না।
  2. এমন কোনো মিডিয়া ফাইল (ফটো বা ভিডিও) পাবলিশ করবেন না যা নগ্নতাকে উস্কানি দেয়।
  3. ডীপ ফেক বা মর্ফ ফটো এক্স প্ল্যাটফর্মে শেয়ার করবেন না।
  4. কোনোরকম সংবেদনশীল প্রাপ্তবয়স্ক কন্টেন্টের প্রচার করবেন না।
  5. শিশু যৌন নির্যাতন জাতীয় কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা আইনি এবং সামাজিক উভয় দিক থেকেই অপরাধ।
  6. কোনো ব্যাক্তির অনুমতি ছাড়া তাঁর ছবি শেয়ার করা তাঁর গোপনীয়তার লঙ্ঘন হিসাবে ধরা হয়।
  7. কারোর ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে এমন শব্দ বা পোস্ট ব্যাবহার করবেন না।
  8. কোনো ঘৃণ্য আচরণ দেখিয়ে পোস্ট করাও অনুচিত।
  9. দেশের সার্বভৌমত্ব বা অখণ্ডত্বের বিরুদ্ধে লেখা কন্টেন্ট দণ্ডনীয় অপরাধ।
  10. অরাজকতা এবং উগ্রপন্থাকে উস্কানি দেওয়া পোস্টও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা অপরাধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here