3000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে vivo T2 Pro 5G, জেনে নিন অফার ডিটেইলস

গত বছর ভিভো তাদের T2 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। অনলাইন শপিং সাইটে ফোনটি দারুণ রেটিং সহ লিস্টেড রয়েছে। তাই যেসব ইউজাররা একটি 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, এই ফোনটি তাদের জন্য একটি ভালো অপশন হবে। বর্তমানে এই ফোনটিতে মোট 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক অফার এবং EMI সহ এক্সচেঞ্জ বেনিফিটও দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T2 Pro 5G ফোনের নতুন দাম এবং ফিচার সম্পর্কে।

vivo T2 Pro 5G এর অফার এবং দাম

  • কোম্পানি তাদের Vivo T2 Pro 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করেছিল। বর্তমানে এই ফোনের 8GB RAM +128GB মডেলে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 2,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে।
  • ফোনটিতে সবমিলিয়ে মোট 3,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এরপর ফোনটি মাত্র 20,999 টাকা দামে কেনা যাবে। অন্যদিকে ফোনটি 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেভিট কার্ডের ওপর এই ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।
  • যেসব ইউজাররা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের Vivo T2 Pro 5G ফোনটি কিনলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • কোম্পানির পক্ষ থেকে ফোনটি কেনার জন্য নো কোস্ট EMI অপশনও পেশ করা হয়েছে।
  • এর সাহায্যে 3 থেকে 6 মাসের খুব সহজ কিস্তিতে ফোনটি কেনা যাবে।
  • এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোনের উপর 13,250 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
  • এই ফোনের 8GB RAM +256GB স্টোরেজ অপশনেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে একটি অনলাইন সাইটে আউট অফ স্টক রয়েছে।

কোথা থেকে কেনা যাবে ফোনটি?

উপরোক্ত সমস্ত অফার সহ Vivo T2 Pro 5G ফোনটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। একইসঙ্গে ফোনটি রিটেল আউটলেটের মাধ্যমেও সেল করা হচ্ছে। নিচে ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করা হল। এই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ অফার ডিটেইলস দেখে নিতে পারবেন।

ফ্লিপকার্ট লিঙ্ক

কোম্পানি ওয়েবসাইট লিঙ্ক

Vivo T2 Pro 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চির এইচডি+ 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2400 × 1080 পিক্সেল রেজলিউশন, 1300 নিটস্ পীক T7 প্লাস টেকনোলজি এবং ব্রাইটনেস, 388 পিপিআই সাপোর্ট করে।
  • প্রসেসর: Vivo T2 Pro 5G তে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং এতে 2 × 2.8 GHz + 6 × 2.0 GHz কোর রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 8GB expandable RAM ফিচার রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে ওআইএস ফিচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: দীর্ঘ ব্যাকআপের জন্য এই ফোনে 4600 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 66 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • অন্যান্য: Vivo T2 Pro 5G ফোনে ব্লুটুথ 5.3, এইফি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য IP52 রেটিং এবং ডুয়েল সিম 5G এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যান টাচ ওএস 13 এ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here