vivo T3 Ultra স্মার্টফোন পাওয়া যাচ্ছে 3000 টাকা কম দামে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM

ভিভো সেপ্টেম্বর মাসে তাদের লেটেস্ট vivo T3 Ultra 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। একইসঙ্গে নো কোস্ট EMI এবং এক্সচেঞ্জ বেনিফিট পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি কোম্পানির এই ফোনটি লঞ্চের পর থেকেই বেশ জনপ্রিয় হয়েছে। ফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্মে ভালো রেটিং পেয়েছে। তাই যেসব ইউজাররা নতুন 5G ডিভাইস কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি ভালো অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির অফার, স্পেসিফিকেশন এবং সেলিং প্ল্যাটফর্ম ডিটেইলস সম্পর্কে।

Vivo T3 Ultra 5G এর অফার এবং দাম

  • ভিভো তাদের T3 Ultra 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ করেছিল। বর্তমানে এই সমস্ত ফোনে 3,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই অফার প্রায় সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেভিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
  • অফার সহ 8GB RAM +128GB স্টোরেজ অপশন 28,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটি 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • অফার সহ মিড মডেল 8GB RAM +256GB স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা হয়েছে। তবে ফোনটি 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • অফার সহ টপ মডেল 12GB RAM +256GB স্টোরেজ অপশন 32,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটি 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • এই ফোনটি নো কোস্ট EMI অপশনের মাধ্যমেও 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে কিনে নিতে পারবেন।
  • কোম্পানির পক্ষ থেকে এক্সচেঞ্জ অফার হিসেবে প্রায় 20,850 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
  • যেসব ইউজাররা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনবেন, তাঁরা 5 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন।

কোথা থেকে কেনা যাবে Vivo T3 Ultra ফোনটি?

উপরোক্ত সমস্ত অফার সহ Vivo T3 Ultra ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। একইসঙ্গে অফলাইন স্টোরের মাধ্যমেও ফোনটি সেল করা হচ্ছে। নিচে দুটি অনলাইন শপিং সাইটের লিঙ্ক শেয়ার করা হল। ইউজাররা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত অফার দেখে নিতে পারবেন।

ফ্লিপকার্ট লিঙ্ক

কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক

Vivo T3 Ultra 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo T3 Ultra 5G ফোনে 6.78 ইঞ্চির 3D কার্ভ 1.5k AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 4500 নিট ব্রাইটনেস, 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, P3 সিনেমা গ্রেড কালার গামুট, 8000000:1 কন্ট্রাস্ট রেশিও এবং HDR10+ সাপোর্ট কড়ে।
  • প্রসেসর: এই ফোনে 4nm প্রসেসে তৈরি MediaTek Dimensity 9200+ SoC যোগ করা হয়েছে। এতে 17 বিলিয়নের চেয়েও বেশি ট্রানজিস্টার এবং অ্যাডভান্স APU ফিউশন টেকনোলজি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 1445926 AnTuTu স্কোর পেয়েছে, তবে ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী ফোনটির স্কোর 16,09,257।
  • স্টোরেজ: Vivo T3 Ultra 5G ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB পর্যন্ত Virtual RAM যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
  • ক্যামেরা: Vivo T3 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য স্মার্ট অরা লাইট সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS সহ এবং f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX 921 প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন, অটো ফোকাস এবং ফেসিয়াল কালারিং ফিচার সহ 50MP গ্রুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি রয়েছে।
  • ওএস: Vivo T3 Ultra ফোন অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here