গত বছর ভিভো তাদের ফোল্ডেবল Vivo X Fold 3 এবং X Fold 3 Pro ফোনটি বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের নেক্সট জেনারেশন Vivo X Fold 5 ফোনটি লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী যেহেতু চীনে ‘4’ সংখ্যাটিকে অশুভ মনে করা হয়, তাই Vivo X Fold 3 ফোনটির পর সরাসরি Vivo X Fold 5 ফোনটি লঞ্চ করা হবে। সম্প্রতি ভিভো ফোল্ডেবল ফোনের স্পেসিফিকেশন লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X Fold 5 ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo X Fold 5 এর লিক স্পেসিফিকেশন
6.53″ 120Hz Cover Display
- 8.03″ 2K+ AMOLED Display
- Snapdragon 8 Gen 3
- 16GB RAM + 512GB Storage
- 50MP+50MP+50MP Rear Camera
- 32MP+32MP Selfie Camera
- 6,000mAh Battery
- 90W TurboPower
ডিসপ্লে
ফোল্ডেবল Vivo X Fold 5 ফোনটিতে দুটি স্ক্রিন থাকবে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটি ফোল্ড করা অবস্থায় 6.53 ডিসপ্লে দেওয়া হবে। এটি এলটিপিও প্যানেল দিয়ে তৈরি কালার ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Vivo X Fold 5 ফোনটিতে 8.03 ইঞ্চির প্রাইমারি স্ক্রিন দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী এতে 2কেপ্লস রেজোলিউশন সাপোর্ট করবে। এটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর
Vivo X Fold 5 ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হবে। লিক রিপোর্ট অনুযায়ী প্রসেসিঙের জন্য 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টাকোর প্রসেসর থাকবে। এই প্রসেসর 2.27GHz থেকে 3.3GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করবে। রিপোর্ট অনুযায়ী ভিভোর ফোল্ডেবল Vivo X Fold 5 ফোনটিতে 16GB RAM সহ 512GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
ব্যাটারি
বিশেষত্ব হল Vivo X Fold5 ফোনটিতে একটি বড় ব্যাটারি দেওয়া হবে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটি শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ফোল্ডেবল ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয়নি।
এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটিতে 30 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর সহ 50 মেগাপিক্সেল ultra-wide এবং 3এক্স অপ্টিক্যাল জুম ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল IMX882 periscope telephoto লেন্স দেওয়া হবে।
একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের মেইন স্ক্রিন এবং কভার স্ক্রিনে ক্যামেরা লেন্স থাকবে। অর্থাৎ ফোনটিতে ফোল্ড এবং আনফোল্ড উভয় পরিস্থিতেই সেলফি তোলা যাবে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী ফোনটির দুটি ডিসপ্লেতেই 32 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হবে।