লঞ্চের জন্য প্রস্তুত Vivo X100s স্মার্টফোন, 16GB RAM সহ হবে লঞ্চ

ভারতে ভিভো ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X100 এবং Vivo X100 Pro এর সেল শুর হয়ে গেছে। এতে 32MP Selfie Camera, 120W Charging এবং MediaTek Dimensity 9300 চিপসেট সাপোর্ট করে। এই দুটি ফোনের পর এবার কোম্পানি এই সিরিজে Vivo X100s স্মার্টফোন নিয়ে আসবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই আপকামিং স্মার্টফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Vivo X100s ফোনের গুগল প্লে কনসোল লিস্টিং

  • গুগল প্লে কনসোলে এই স্মার্টফোনটি Vivo PD2309 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনটি MediaTek Dimensity 9300 প্রসেসরে কাজ করবে।
  • ফোনটিতে 1 3.25GHz Cortex X4 + 3 2.85GHz Cortex X4 + 4 2.0GHz Cortex A720 কোর (8-cores) দেখা যাবে।
  • গুগল প্লে কনসোলে Vivo X100s স্মার্টফোনটি 16GB RAM সহ লিস্টেড করা হয়েছে।
  • গ্রাফিক্সের জন্য এই স্মার্টফোনটিতে Mali-G720 GPU দেওয়া হবে বলে লিস্টিঙের মাধ্যমে জানা গেছে।
  • গুগল প্লে কনসোলে Vivo X100s স্মার্টফোনটি Android 14 সাপোর্ট করবে বলে দেখানো হয়েছে।
  • এই স্মার্টফোনটি 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সহ 560DPI সাপোর্ট করবে।

ভারতে Vivo X100 এর দাম

Vivo X100s স্মার্টফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এর দাম 63,999 টাকা। ফোনটির বড় ভেরিয়েন্টে 16GB RAM + 512GB Storage রয়েছে এবং এর দাম 69,999 টাকা।

ভারতে Vivo X100 Pro এর দাম

এই সিরিজের বড় স্মার্টফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 16GB RAM + 512GB Storage যোগ করা হয়েছে। এই ফোনটির দাম 89,999 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি Vivo X100 এবং Vivo X100 Pro এই দুটি স্মার্টফোন ভারতে অ্যাস্টেরয়েড ব্ল্যাক এবং স্টারগেজ ব্লু কালার অপশনে সেল করা হয়।

Vivo X100 এবং Vivo X100 Pro স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here