আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে vivo X200 FE স্মার্টফোন, কনফার্ম হল গ্লোবাল লঞ্চ ডেট, ডিজাইন ও কালার

বিগত কয়েক সপ্তাহ ধরে টেক জগতে vivo X200 FE ফোনটি সমালোচনার শীর্ষে রয়েছে। এবার vivo X200 FE ফোনটি লঞ্চ হতে চলেছে। জানিয়ে রাখি আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল 10 জুলাই আপকামিং ফোনটি লঞ্চ করা হবে। তবে vivo এর তাইওয়ান ওয়েবসাইটের মাধ্যমে আগামী 23 জুন ফোনটি পেশ করা হবে বলে জানা গেছে। তাই কোম্পানির ওয়েবসাইটে একটি প্রমোশনাল পেজ লাইভ করা হয়েছে। এর মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার, ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo X200 FE ফোনের ডিটেইলস সম্পর্কে।

vivo X200 FE এর ডিজাইন ও কালার

  • তাইবান ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে vivo X200 FE ফোনটি চারটি অসাধারণ কালার অপশনে লঞ্চ করা হবে। এতে ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং ইয়েলো থাকবে।
  • ফোনটির ফ্রন্টে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এটি ZEISS এর সঙ্গে হাতমিলিয়ে তৈরি করা হয়েছে। এর সাহায্যে প্রিমিয়াম ছবি তোলা যায়।
  • প্রকাশ্যে আসা ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Vivo X200 FE ফোনটি চীনে পেশ হওয়া Vivo S30 Pro Mini ফোনের রিব্র্যান্ড ভার্সন হবে। এটি আগেই লিক ও রিপোর্টের মাধ্যমে দেখা গিয়েছিল।

vivo X200 FE এর স্পেসিফিকেশন

Vivo এর Taiwan ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে vivo Malaysia তে X200 FE ফোনের প্রি-অর্ডার শুরু করেছে, এর মাধ্যমে ফোনের বেশ কিছু তথ্য জানা গেছে।

  • ডিসপ্লে: vivo X200 FE ফোনটিতে 6.31 ইঞ্চির “ZEISS Master Colour Display” দেওয়া হয়েছে। এই ফোনটি LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1,216p রেজোলিউশন সাপোর্ট করে।
  • স্টোরেজ: vivo X200 FE ফোনটিতে স্পীডের জন্য 12GB RAM ও স্পেসের জন্য 512GB স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। তবে আরও স্টোরেজ অপশনে ফোনটি লঞ্চ করা হতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9300+ চিপসেট থাকতে পারে। এই প্রসেসরের সিপিইউ কোরের মধ্যে সবকটিই 3.4GHz ক্লক স্পীডযুক্ত প্রাইম কর্টেক্স-এক্স4 কোর, অন্যদিকে Dimensity 9300 চিপের ক্লক স্পীড 3.25GHz।
  • ক্যামেরা: সেলফির জন্য vivo X200 FE ফোনটিতে অটোফোকাস সহ 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। অন্যদিকে ব্যাক প্যানেলে ZEISS সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স (3x অপটিক্যাল জুম) ও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য vivo X200 FE ফোনটিতে 6,500mAh Silicon-Carbon ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
  • অন্যান্য: vivo X200 FE ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here