Categories: খবর

16GB RAM এর ক্ষমতা সহ পাকিস্তানে লঞ্চ হল Vivo Y100 4G, জেনে নিন ভারতীয় মডেলের তুলনায় কতটা বেশি দাম

ভিভো গ্লোবাল বাজারে তাদের ‘ওয়াই’ সিরিজের নতুন Vivo Y100 4G স্মার্টফোন পেশ করেছে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে এই ফোনটি Snapdragon 685 চিপসেট এবং 16GB RAM (8+8) সহ লঞ্চ করা হয়েছে। এই নতুন 4G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y100 4G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120ह হার্টস রিফ্রেশ রেট, 1200 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Vivo Y100 4G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফান টাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: পাকিস্তানে এই ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনটি 8GB virtual RAM সাপোর্ট করে, যার সাহায্যে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y100 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y100 4G ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 4 বছর ব্যাটারি হেল্থ লাইফ পাওয়া যাবে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য এতে IP54 রেটিং এবং Dual Stereo Speaker যোগ করা হয়েছে।

Vivo Y100 4G ফোনে দাম

পাকিস্তানে Vivo Y100 4G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে 59,999 Pakistani Rupee। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 17,900 টাকার কাছাকাছি। ভারতে বর্তমানে 5G সার্ভিসের পরিস্থিতি বিচার করে কোম্পানি সম্ভবত এই ফোনটি দেশের বাজারে পেশ করবে না। পাকিস্তানে এই ফোনটি Crystal Black এবং Breeze Green কালারে সেল করা হবে।