লঞ্চের আগেই জানুন Vivo Y18e ফোনের দাম এবং স্পেসিফিকেশন, মাত্র 7999 টাকা দামে হবে লঞ্চ

Vivo ভারতে তাদের Y সিরিজ লঞ্চ করতে চলেছে। আমরা সোর্স থেকে জানতে পেরেছি আগামী দিনে দুটি ফোন Vivo Y18 এবং Vivo Y18e নামে ভারতে লঞ্চ করা হবে। ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ হওয়ার আগেই আমরা এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে এক্সক্লুসিভলি জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y18e ফোনের ডিটেইলস সম্পর্কে।

Vivo Y18e এর দাম

টিপস্টার সুধাংশু থেকে আপকামিং Vivo ফোন সম্পর্কে আমরা জানতে পেরেছি। তথ্য অনুযায়ী কোম্পানি Vivo Y18e ফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করবে। এই ফোনে 4জিবি RAM সহ 64জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সোর্স অনুযায়ী Vivo Y18e ফোনের দাম 7,999 টাকা রাখা হয়েছে।

Vivo Y18e এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: সোর্স অনুযায়ী Vivo Y18e স্মার্টফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.56 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এতে 90হার্টজ রিফ্রেশ রেট এবং 528নিটস ব্রাইটনেস যোগ করা হবে।
  • প্রসেসর: Vivo Y18e স্মার্টফোন অ্যান্ড্রয়েড ওএস সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হ্যালিও জি85 অক্টাকোর প্রসেসর সহ 2.0গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে।
  • মেমরি: সোর্স অনুযায়ী Vivo Y18e স্মার্টফোনে 4জিবি RAM সহ লঞ্চ করা হবে। এতে 4জিবি এক্সন্টেডেড RAM ফিচার রয়েছে যা ফিজিক্যাল RAM-এর সহযোগিতায় 8জিবি RAM দেওয়া হবে। এই ফোনে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
  • ক্যামেরা: Vivo Y18e ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18e স্মার্টফোনে 5,000এমএএচ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
  • অন্যান্য: Vivo Y18e স্মার্টফোনে IP54 রেটিং সহ পেশ করা হবে। সিকিউরিটির জন্য এই ফোনে কোন ফিজিক্যাল সেন্সর দেওয়া হবে না এবং এই ফোনে ফেস আনলক ফিচারই দেওয়া হবে। সোর্স অনুযায়ী Vivo Y18e ফোনটি 8.39mm মোটা এবং 185g ওজন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here