Categories: খবর

Exclusive : 8,999 টাকা দামে লঞ্চ হবে Vivo Y18, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফুল ডিটেইলস

ভারতে Vivo Y18 স্মার্টফোন লঞ্চ করা হবে। আমরা সোর্সের মাধ্যমে এই ফোনের এক্সক্লুসিভ ডিটেইলস সম্পর্কে জানতে পেরেছি। এর মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কিছুই জানানো হয়নি, তবে টিপস্টার সুধাংশুর মাধ্যমে এই ফোনটির ফুল ডিটেইলস সম্পর্কে জানা গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y18 এর দাম

  • 4GB RAM + 64GB Storage = ₹8,999
  • 4GB RAM + 128GB Storage = ₹9,999

সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y18 স্মার্টফোন ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোন বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB Storage এবং বড়ো ভেরিয়েন্টে 4GB RAM + 128GB Storage দেওয়া হতে পারে। সোর্স অনুযায়ী এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 8,999 টাকা এবং 9,999 টাকা রাখা হয়েছে।

Vivo Y18 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: সোর্স অনুযায়ী Vivo Y18 স্মার্টফোনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.56 ইঞ্চির এচডি ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এতে 90হার্টজ রিফ্রেশ রেট এবং 840নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।
  • প্রসেসর: Vivo Y18 স্মার্টফোনটি মিডিয়াটেক হ্যালিও জি85 চিপসেট সহ লঞ্চ করা হবে। এই ফোনটি অক্টাকোর প্রসেসর 2গীগাহার্টজ পর্যন্ত ক্লক স্পীডে কাজ করবে।
  • মেমরি: সোর্স অনুযায়ী Vivo Y18 স্মার্টফোন ভারতে দুটি ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোন বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB Storage এবং বড়ো ভেরিয়েন্টে 4GB RAM + 128GB Storage দেওয়া হবে। এতে 4জিবি এক্সন্টেড RAM রয়েছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1টিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y18 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। তবে ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: সোর্স অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18 স্মার্টফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 10ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • অন্যান্য: সোর্স অনুযায়ী Vivo Y18 স্মার্টফোনে IP54 রেটিং দেওয়া হবে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। এই আপকামিং Vivo ফোনের ওজন 185g এবং থিকনেস 8.39mm হবে বলে জানানো হয়েছে।