প্রকাশ্যে এল Xiaomi 15 এর লঞ্চ টাইমলাইন, হতে পারে স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট সহ প্রথম স্মার্টফোন

শাওমি তাদের নাম্বার সিরিজের 15-এর ওপর কাজ করছে। এই সিরিজে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি প্রথমে চীনে এবং পরে গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এর আগেই এই সিরিজের লঞ্চ টাইমলাইন লিক হয়ে গেছে। এছাড়া Xiaomi 15 লাইনআপ স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট সহ প্রথম ফোন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিক হওয়া এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 15 এর লঞ্চ টাইমলাইন (লিক)

  • জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Xiaomi 15 সিরিজ ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানিয়েছে।
  • লিক অনুযায়ী Xiaomi 2024 সালের অক্টাবার মাসের মাঝামাঝি তাদের প্রথম Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ করবে। এই লাইনআপে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন রয়েছে বলে জানানো হয়েছে।
  • এই লিক লঞ্চ টাইমলাইন আগের মডেল Xiaomi 14 সিরিজের মতোই। তবে এই ফোনগুলি 2025 সালের প্রথম কোয়াটারে গ্লোবালি লঞ্চ করা হতে পারে।
  • একটি পুরনো লিকে টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছিলেন ব্র্যান্ডের কাছে প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চের বিশেষ রাইট রয়েছে।
  • এই সমস্ত তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে Xiaomi 15 সিরিজের এই সমস্ত লিক ডিটেইলস সঠিক হতে পারে।

Xiaomi 15 সিরিজের স্পেসিফিকেশন (লিক)

  • Xiaomi 15 স্মার্টফোন 6.36 ইঞ্চির ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। সিকিউরিটির জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
  • প্রোটোটাইপ অনুযায়ী Xiaomi 15 Pro স্মার্টফোনে 2K মাইক্রো-কার্ভ ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এই সিরিজের দুটি মডেলেই ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এর Xiaomi 15 ফোনে নতুন 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • Xiaomi 15 Pro স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। যা মাইক্রো ক্ষমতা সহ কাজ করবে। এছাড়া প্রাইমারি লেন্স Xiaomi 14 Pro ফোনের থেকে বড়ো অ্যাপচারযুক্ত হতে পারে।
  • প্রসেসিঙের জন্য Xiaomi 15 এবং Xiaomi 15 Pro দুটি ফোনই Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট দেওয়া হতে পারে।
  • এই চিপসেট 3ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.0GHz ক্লক স্পীডে কাজ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here