গত মাসে ভিভো তাদের অফিসিয়াল গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে Y সিরিজের নতুন Vivo Y19s স্মার্টফোন প্রকাশ্যে এনেছিল। আজ থাইল্যান্ডের বাজারে এই লো বাজেট স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই 50MP ক্যামেরা এবং 5,500mAh ব্যাটারি সহ Vivo Y19s ফোনটির দাম 10,000 টাকার থেকেও কম রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y19s ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo Y19s এর দাম
থাইল্যান্ডে Vivo Y19s স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM সহ 64GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম 3999 THB অর্থাৎ প্রায় 9,800 টাকা রাখা হয়েছে। একইভাবে 4GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট 4399 THB অর্থাৎ প্রায় 10,800 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্ট 4999 THB অর্থাৎ প্রায় 12,280 টাকা দামে পেশ করা হয়েছে। থাইল্যান্ডে Vivo Y19s স্মার্টফোনটি Glossy Black, Pearl Sliver এবং Glacier Blue মতো কালার অপশনে সেল করা হবে।
Vivo Y19s এর স্পেসিফিকেশন
- 6.68″ HD+ 90Hz Screen
- UniSoC T612
- 6GB RAM + 125GB Storage
- 6GB Extended RAM
- 50MP Dual Camera
- 15W 5,500mAh Battery
ডিসপ্লে: Vivo Y19s স্মার্টফোনটিতে 1608 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 90হার্টস রিফ্রেশ রেট, 1000নিটস ব্রাইটনেস সহ Eye Protection Mode ফিচার সাপোর্ট করে।
প্রসেসর: Vivo Y19s স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 12ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি612 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: থাইল্যান্ডে Vivo Y19s স্মার্টফোনটি 4GB ও 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 6GB এক্সপেন্ডেবল RAM টেকনোলজি সাপোর্ট করে। এর ফলে এই ফোনে মোট 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR4X RAM এবং eMMC 5.1 ROM টেকনোলজি রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y19s স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y19s ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোনে 8.05 ঘন্টা পর্যন্ত PUBG game খেলা যাবে। এই ফোনটিতে 4 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে।
অন্যান্য: Vivo Y19s স্মার্টফোনটিতে SGS 5-Star Drop Resistance এবং মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP64 রেটিং দেওয়া হয়েছে। বিনোদনের জন্য এতে Dual Speakers এবং 300% Volume বুস্ট ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে।
থাইল্যান্ডে Vivo Y19s স্মার্টফোনটির সেল শুরু হয়ে গেছে এবং অদূর ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন বাজারে পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত ভারতীয় বাজারে Vivo Y19s স্মার্টফোনটি কবে অফিসিয়ালি লঞ্চ করা হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।